আহ্ শান্তি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জানুয়ারি, ২০১৫, ০৩:১২:২৮ দুপুর



এইতো বেশ ভালই আছি আহা বেশ বেশ

কিযে ভাল কিযে ভাল গুণগানের নেইকো শেষ।

ইচ্ছে হলে যাকে তাকে ধরে এনে করছ গুম

তোমার তালে নাচছে যারা ধরে এনে দিচ্ছ চুম।

Praying

যা বলে যাও শুনছি শুধু আমরা মুর্খ্য আম জনতা

হজম করে চেপে রেখে অন্ডকোষে পাচ্ছি ব্যাথা।

দেখছিনা আর চোখে ছানি পড়ছে যারা ক্রস ফায়ারে

সব ভুলেছি মান অভিমান পাতি নেতার গুম হুংকারে।

Praying

যাচ্ছে সয়ে সব তোমাদের দিচ্ছি লাগাম মুখের পরে

যায়না বলা ঘাড় মটকে দাও কাঁপছি শুধু সেই ডরে

জনম জনম থাকো তুমি নাম নেবনা নির্বাচনের

কোথায় আর যাব বল জায়গাতো নেই নির্বাসনের।

Praying

পেটে খিলাও পিঠে কিলাও যা খুশি তা করতে পার

আমরা খুশি জানটা পেলে বলবনা আর গদি ছাড়।

কুসুম কুসুম গদির গরম ঠান্ডা বাকসের মৃদু হাওয়া

তোমরাই পাও তোমরাই খাও এই আমাদের শুধু চাওয়া।

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300928
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৮
হতভাগা লিখেছেন : If you can't beat them , join them .
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৫
243425
বাকপ্রবাস লিখেছেন : not a bed idea Crying Crying Crying
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৬
243426
বাকপ্রবাস লিখেছেন : Winking Winkingnot a bad ideaCrying Crying
300936
২০ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দেশ গোল্লায় যাক। নিজে বাঁচলে বাপের নাম
২০ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৩
243436
বাকপ্রবাস লিখেছেন : Angel Angel হুম তা ঠিক বলেছেন
300946
২০ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গুম হইতে বেশি বাকি নাই!!!

(আমার)
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
243454
বাকপ্রবাস লিখেছেন : ঘুম দেন তাইলে গুম এর ভয় নাই
জেগে থাকলে প্রতিবাদ করতে মন চাইবে তাই
300962
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
243455
বাকপ্রবাস লিখেছেন : থিঙকু
300963
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
মোতাহারুল ইসলাম লিখেছেন : যায় যদি যাক প্রান।
করো সবাই আ.লীগের জয় গান।
দড়ি ধরে মারো টান,
রাজা হবে খান খান
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
243456
বাকপ্রবাস লিখেছেন : আল্লাহ ভরসা, বিজয় হবেই ইনশাআল্লাহ
300990
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৫
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ। বেশ ভালো লাগলো লিখাটি ভাইয়া।
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০২
243468
বাকপ্রবাস লিখেছেন : খৃুব করে ধন্যবাদ নেবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File