আহ্ শান্তি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জানুয়ারি, ২০১৫, ০৩:১২:২৮ দুপুর
এইতো বেশ ভালই আছি আহা বেশ বেশ
কিযে ভাল কিযে ভাল গুণগানের নেইকো শেষ।
ইচ্ছে হলে যাকে তাকে ধরে এনে করছ গুম
তোমার তালে নাচছে যারা ধরে এনে দিচ্ছ চুম।
যা বলে যাও শুনছি শুধু আমরা মুর্খ্য আম জনতা
হজম করে চেপে রেখে অন্ডকোষে পাচ্ছি ব্যাথা।
দেখছিনা আর চোখে ছানি পড়ছে যারা ক্রস ফায়ারে
সব ভুলেছি মান অভিমান পাতি নেতার গুম হুংকারে।
যাচ্ছে সয়ে সব তোমাদের দিচ্ছি লাগাম মুখের পরে
যায়না বলা ঘাড় মটকে দাও কাঁপছি শুধু সেই ডরে
জনম জনম থাকো তুমি নাম নেবনা নির্বাচনের
কোথায় আর যাব বল জায়গাতো নেই নির্বাসনের।
পেটে খিলাও পিঠে কিলাও যা খুশি তা করতে পার
আমরা খুশি জানটা পেলে বলবনা আর গদি ছাড়।
কুসুম কুসুম গদির গরম ঠান্ডা বাকসের মৃদু হাওয়া
তোমরাই পাও তোমরাই খাও এই আমাদের শুধু চাওয়া।
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(আমার)
জেগে থাকলে প্রতিবাদ করতে মন চাইবে তাই
করো সবাই আ.লীগের জয় গান।
দড়ি ধরে মারো টান,
রাজা হবে খান খান
মন্তব্য করতে লগইন করুন