শান্তির খোঁজে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ জানুয়ারি, ২০১৫, ০৪:০৭:৪৪ বিকাল
তুরাগ তীরে ইসলাম এসে
যাচ্ছে চলে আবার
ডানে বামে হয়নি দেখা
কেমন মেসাকার।
আমিন আমিন ধ্বনি রবে
লাখো মুসলমান
শান্তি আসুক শান্তি আসুক
গাইল গুণগান।
শান্তি তবু দেয়না ধরা
অশান্তি বাড়ে আরো
কোথায় শান্তি কোথায় শান্তি
নাই যে জানা কারো।
তবুও আমরা রইলাম আশায়
শান্তি আসবে দেশে
তুরাগ তীরের আমিন রবে
অশান্তি যাক ভেসে।
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শান্তির মা কোথায়
কেমন মেসাকার।
মন্তব্য করতে লগইন করুন