কাটা......
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ নভেম্বর, ২০১৪, ১০:০৭:২০ সকাল
উমামা বড় হচ্ছে, গো ধরেছে খাইয়ে দিতে হবেনা, নিজে নিজে খাবে। মাছের কাটাকুটা বেছে দেয়া হল, নিজে নিজেই খাচ্ছে। আমি ব্লগ পাড়ায়, ফেবুতে ঝিম মেরে বসে আছি, নেট এতা স্লো জে একবার এন্টার বাটন ক্লিক করে নিউ মার্কেট ঘুরে আসা যায়।
আম্মু আমার গলায় কাটা লেগেছে, ব্যা...থা....।
দেখি দেখি দেখি হা কর, এভাবে না ওভাবে, জিহ্বা বের কর, অন্ধকার এখানে আসো আলোতে, এই মোবাইল এর টর্চটা জ্বালাওতো একটু দেখি দেখা যায় কিনা..
আমরা দু'জন মিলে অনেক ট্রাই করলাম দেখা যায় কি'না, কাজ হলনা, গরম ভাত এনে গিলতে বলা হল, কিছুতে কিছু হ'লনা, উমামার আম্মুকে জিজ্ঞেস করলাম কি মাছ ছিল ওটা, জানা গেল তেলাপিয়া।
উমামার আম্মু কিচেনে গেল, হাতে করে নিয়ে আসল মাছের একটা কাটা, তারপর বলল দেখি এবার হা করত, হুম বের হয়ে আসল সেই কিচেন থেকে আনা কাটাটা, এইতো বের হয়ে গেছে, কত্ত বড় কাটা দেখেছ!!
উমামা হাতে নিয়ে দেখল। সত্যিই বড় কাটা গলায় বিধেছে। এখন আর নেই গলায়, ব্যাথাও নেই।
থ মেরে গেলাম, মেয়েটা এতো দুষ্টু!! আর বউটা এতো গুণি আগে জানা ছিলনা, জানলে এতো দিনে চারটা নিয়ে আসতাম!!
আরে না, বউ এর কথা বলছিনা, সন্তান এর কথা বলছি, পুরো ঘর কিচির মিচির করতো।
উমামা বলল বাবা দেখ আরো একটা কাটা নিজে নিজে বের করেছি।
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেননা তার ব্যাথা ছিলো কিন্তু মুখে খাওয়া কোন ট্যাবলেটে কাজ হয় না। সে ইনজেকশন দিলেই ব্যাথা কমে গেছে ভাবে....
তাই ডিস্টল্ড ওয়াটার দিলুম আর ব্যাথাও শেষ
বিয়ে করা আপনার ইচ্ছা!!!
উমামার বাপ জানে....
মন্তব্য করতে লগইন করুন