কাকু পরের কামডা কি?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ নভেম্বর, ২০১৪, ১২:৪১:৫৭ দুপুর
বিয়া একখান করলাম কাকু
পরের কামটা কি?
জানলে কি আর ভাটার কালে
না'ও ভাসাইতাম নি?
বউরে কইলাম ঘুমাও খাটে
রইলাম আমি নিচে
শেষ বয়েসে জানলে লোকে
বদনাম হবে মিছে।
আচ্ছা বউ বুঝাও আমায়
হানিমুন মানে কি?
চান্দের আলোয় মধু খাইলে
পিরীত বাড়ে নাকি?
বলগ পাড়ায় কি'সব ছাই
লিখা লিখি চলে
তুমিও আবার তাল দিওনা
নাছোড় বান্দার দলে।
ঘুমো এবার শুভ রাত্রি
ভয় পেওনা একা
আমি আছি কাছা কাছি
নিচে মাদুর পাতা।
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখা লিখি চলে
তুমিও আবার তাল দিওনা
নাছোড় বান্দার দলে।
একেলা খাটে নতুন বধু
এপাশ-ওপাশ করে,
বলবে কিছু সরাসরি!
মিছেই লজ্জ্বায় মরে। ।
আমার খুব ঘুম পাইছে ঘুমাই যামুনি
আপনার সব লিখাই এক কথায় 'সুপার্ব'!
এই ঘটনা নিয়ে
......................................................................................................
সেই কাহিনী করতে চাইনা পুরো ব্লগ পাড়া
একটু গন্ধ করে ,
দেখব এবার পাকা বিজে
কয়দিনে ফল ধরে ।
সময় মতো দেখতে পাবে ফুল ফুটবে গাছে
মন্তব্য করতে লগইন করুন