ছড়া সাম্প্রতিক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ অক্টোবর, ২০১৪, ০৫:৪৭:৫০ বিকাল

১.

কিন্তু বাবার জানাযায়

মশা মাছি দেখিনাই

গোলাম আজম নেতা তাই

শোক জানায় বিশ্ব টাই।


কিন্তু গদির ক্ষমতায়

নব্বই বছর জেল দেয়া যায়

মৃত্যু যখন নাড়বে কড়া

দেখবে লোক মিষ্টি বিলায়।

২.

পিয়াস করিম গেছেন চলে

শত চেষ্টায় আসবেনা আর

একটা প্রশ্ন গেছেন ফেলে

শহীদ মিনার তুমি কার!!


লুট হয়ে যায় শহীদ মিনার

টানায় নোটিশ প্রবেশ নিষেধ

রুখতে হবে বাক হানাদার

গদির নেশায় ছড়ায় বিবেধ।

৩.

ছাত্র যখন ফে'ল মারে

দোষটা কিন্তু মাষ্টরের

প্রশ্ন কেন হার্ড করে

মন্ত্রী নাহিদ ফোঁস মারের।


প্রশ্ন পত্র ফাঁস হলে

জিপিএ ফাইভ হাতের মোয়া

শিক্ষামন্ত্রী মূর্খ্য হলে

জাতীর চোখ ধোঁয়া ধোঁয়া।

বিষয়: বিবিধ

৯৫৮ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278369
২৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৪
মামুন লিখেছেন : অনেক ভালো লাগলো।
কিন্তু গুরু আপনাকে অনেক দিন পাচ্ছি না, মিস করেছি অনেক।
শুভকামনা রইলো নিরন্তর। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৬
222953
বাকপ্রবাস লিখেছেন : বাসায় নেট স্লো পেইজ ওপেন হয়না, বাবা আসুস্থ চিকিৎসার কাজ চলছে সব মিলে অনিয়মিত, ভাল থাকবেন বস আরো কিছু সময লাগবে নিয়মিত হতে।
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৭
223012
মামুন লিখেছেন : আপনার বাবার জন্য দোয়া করছি, আল্লাহপাক ওনাকে সুস্থ করে দিন -আমীন।
আপনিও সব কিছু থেকে নিশ্চিন্ত মনে আমাদের মাঝে ফিরে আসুন, এই কামনা করছি।
জাজাকাল্লাহু খাইর।Good Luck
278374
২৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৭
জোনাকি লিখেছেন : বাহ! ফ্যন্টাস্টিক! Applause
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৭
222954
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ রইল
278377
২৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৯
ফখরুল লিখেছেন : বলছ তুমি উম্মতে রাসুল
করছ দাবী তুমি মুসলমান।
তবু বাতিলের পথে আর তাগুতের সাথে
সখ্যতা তোমার অফুরান।
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৮
222955
বাকপ্রবাস লিখেছেন : সুন্দর কমেন্ট ধন্যবাদ ভাইযান
278387
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জোনাকি লিখেছেন : বাহ! ফ্যন্টাস্টিক! Applause Applause
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:২০
222957
বাকপ্রবাস লিখেছেন : তাইলে আমনেরে ধন্যবাদ দেয়াই লাগে হি হি
278388
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়াঁ ওয়াঁ ওয়াঁ

কেদেও লাভ কি???
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:২২
222959
বাকপ্রবাস লিখেছেন : কিন্তু বুবুর জামানায়
কিন্তু কইলাম বাঁচা দায়
278415
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:০১
শেখের পোলা লিখেছেন : ভাব থাকলেও ছন্দ ভাঙ্গা৷ বিষয়কি?
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৩
222960
বাকপ্রবাস লিখেছেন : বাসায় নেট স্লো পেইজ ওপেন হয়না, বাবা আসুস্থ চিকিৎসার কাজ চলছে সব মিলে অনিয়মিত, আরো কিছু সময লাগবে নিয়মিত হতে। ঘটনা এইডাই হুমমমম
278426
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৪
222961
বাকপ্রবাস লিখেছেন : আপনার প্রতিও ধন্যবাদ রইল
278429
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৭
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো পিলাচ মাইনাস ধন্যবাদ অনেক ধন্যবাদ
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৪
222962
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ শুভকামান অনেক পথ বাকি ভাই
278534
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৪:৩০
কাহাফ লিখেছেন :
অনেক দিন পরে ফিরে আসলেন.......!
স্বাগতম জানাই........। Rose Rose Rose
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৭
222964
বাকপ্রবাস লিখেছেন : বাসায় নেট স্লো পেইজ ওপেন হয়না, বাবা আসুস্থ চিকিৎসার কাজ চলছে সব মিলে অনিয়মিত, আরো কিছু সময লাগবে নিয়মিত হতে। ধন্যবাদ কাহাফ ভাই
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৫
223004
কাহাফ লিখেছেন :
আল্লাহ প্রিয় 'বাবা'দের কে দ্রুত পুর্ণ সুস্হ্য করে দিন এই দোয়া করি......।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File