# লইত্যা তোর খবর আছে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৪৯:৩৭ রাত



লইত্যা তুই জানসনা, কোথায় দিলি হাত

লাথির চোটে ছিটামু, তোর পাটির ৩২ দাত।

কানের নিচে চটকানা, খাইয়া দিসনা দৌড়

ন্যাড়া মাথায় ঘুরবি দেশে, লইত্যা গান্জা খোর।

বাঁশের আগায় ঝুলাইয়া দিমু, ডাকবি বাপরে বাপ

বিষের বড়ায় দেখমু কত দেখায় ঢোড়া শাপ।

লইত্যা তুমি যাননা, কোথায় দিলে হাত

ঈমান নিয়ে আপস করেনা মুসলমানের জাত।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270291
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার সাথে আছি।
লইত্যারে লতায় ঝুলাইয়া পিটান দরকার।
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৫
214483
বাকপ্রবাস লিখেছেন : লইত্যার মুখের কথা আর আম্লিকের মনের কথা এক, ধন্যবাদ ভাইযান, আসেন লইত্যার লাইত্যায়
270292
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৭
ফেরারী মন লিখেছেন : কানের নিচে চটকানা, খাইয়া দিসনা দৌড়
ন্যাড়া মাথায় ঘুরবি দেশে, লইত্যা গান্জা খোর। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৬
214484
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
270305
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৭
নোমান২৯ লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
লইত্যা তুই - তুমি না |
লইত্যা তুই খায়া-----
Time Out Time Out Time Out Time Out Time Out
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৬
214485
বাকপ্রবাস লিখেছেন : ঠিক কইছেন ভাইযান ঠিক কইরা দিছি
270377
০১ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৪
সাদাচোখে লিখেছেন : আপনার ক্ষুদ্ধতার যে প্রতিচ্ছবি - তাতে এখন বিশ্বাস করতে ইচ্ছা করছে - ক্ষুদ্ধ, ক্রুদ্ধ ও স্পিরিটেড বাংলাদেশীরা বুঝিবা সত্যিই হাসিনার গোলাম/স্লেইভ - এই লইত্যাকে পৃথিবীছাড়া করে আল্লাহর দরবারে হাজির করার জন্য কাজে নেমে গেছে।
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৬
214486
বাকপ্রবাস লিখেছেন : আমিন
270388
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:২৩
শেখের পোলা লিখেছেন : সেই মুসলীম আগে ছিল,
এখন তারা নাই,
যাদের মাঝে হল কথা,
তাদের কি কান নাই?
সবাই তারা বাংলাদেশী,
মুসলমানের পোলা,
তাদের পায়ে ছিলনাকি,
পুরাণ জুতা গুলা?
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৭
214487
বাকপ্রবাস লিখেছেন : লইত্যার মুখের কথা
আম্লিকের মনের কথা এক
দেখ বাঙলালী চাইয়া চাইয়া দেখ
276537
২১ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৫
সায়িদ মাহমুদ লিখেছেন : লইত্যা তুই জানসনা, কোথায় দিলি হাত
লাথির চোটে ছিটামু, তোর পাটির ৩২ দাত” কি কইতাম বাক প্রবাস ইজ দ্যা জিনিয়াস। গরিবতো তাই রেগুলার ব্লগ পড়ার সুযোগ পাইনা, নইলে আপনার কোন পোষ্ট মিস করি এত বেরসিক আমি নই বদ্দা?
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১০
221695
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ বদ্দা, ভাবছিলাম জবাব দিমু তিন মাস পর, নেট এতো স্লো থাকে ওপেন হয়না, আজকে ওপেট করতে পারলাম
278248
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৭
সায়িদ মাহমুদ লিখেছেন : হে হে বাংলাদেশে এটা কোন ব্যাপার না, স্বাভাবিক পরিক্রমা মাত্র।
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৮
222943
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue
279218
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৮
বাকপ্রবাস লিখেছেন : Punch Punch Punch

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File