# লইত্যা তোর খবর আছে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৪৯:৩৭ রাত
লইত্যা তুই জানসনা, কোথায় দিলি হাত
লাথির চোটে ছিটামু, তোর পাটির ৩২ দাত।
কানের নিচে চটকানা, খাইয়া দিসনা দৌড়
ন্যাড়া মাথায় ঘুরবি দেশে, লইত্যা গান্জা খোর।
বাঁশের আগায় ঝুলাইয়া দিমু, ডাকবি বাপরে বাপ
বিষের বড়ায় দেখমু কত দেখায় ঢোড়া শাপ।
লইত্যা তুমি যাননা, কোথায় দিলে হাত
ঈমান নিয়ে আপস করেনা মুসলমানের জাত।
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লইত্যারে লতায় ঝুলাইয়া পিটান দরকার।
ন্যাড়া মাথায় ঘুরবি দেশে, লইত্যা গান্জা খোর।
লইত্যা তুই - তুমি না |
লইত্যা তুই খায়া-----
এখন তারা নাই,
যাদের মাঝে হল কথা,
তাদের কি কান নাই?
সবাই তারা বাংলাদেশী,
মুসলমানের পোলা,
তাদের পায়ে ছিলনাকি,
পুরাণ জুতা গুলা?
আম্লিকের মনের কথা এক
দেখ বাঙলালী চাইয়া চাইয়া দেখ
লাথির চোটে ছিটামু, তোর পাটির ৩২ দাত” কি কইতাম বাক প্রবাস ইজ দ্যা জিনিয়াস। গরিবতো তাই রেগুলার ব্লগ পড়ার সুযোগ পাইনা, নইলে আপনার কোন পোষ্ট মিস করি এত বেরসিক আমি নই বদ্দা?
মন্তব্য করতে লগইন করুন