মামু ভাইগনার কাতার দর্শন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩০:১১ দুপুর



# ভাইগনা যাবে কাতার :

মামু কাতার যামু

এক রিয়ালে ২১টাকা ৩০ পয়সা কামামু

মামু কাতার যামু।


দেশে আর ভাল্লাগেনা অভাব আর অভাব

সব জায়গায় রাজনীতি বাংগালীর স্বভাব

ঘুষ ছাড়া হয়না কাজ দূর্নীতি আর দূর্নীতি

কথায় কথায় ক্রসফায়ারের আছে ভয় ভীতি।

কাতার গিয়া প্রয়োজনে তাবুক মাথায় নিমু।।

মামু কাতার যামু

এক রিয়ালে ২১টাকা ৩০ পয়সা কামামু

মামু কাতার যামু।


পড়া লিখা আর হবেনা কবে ছেড়ে দিয়েছি

তোমার দেয়া এনড্রয়েডে ফেসবুকে আছি

বান্ধবী আছে অনেক চলছে মন দেয়া নেয়া

মন বলছে তবু হাতছানি দিয়ে ডাকছে আলেয়া।

কথা দিলাম কাতার গিয়া ভাল হইয়া যামু।।

মামু কাতার যামু

এক রিয়ালে ২১টাকা ৩০ পয়সা কামামু

মামু কাতার যামু।


ছয় লাখ টাকা ভিসা জানি, দাম একটু বেশী

ব্যবস্থা যদি না কর কিছু কিনতে গেলাম রশি

প্রয়োজনে গলায় ফাঁস উ'পার চইলা যামু

প্রয়োজনে উপোস থাকুম একবেলা খামু।।

মামু কাতার যামু

এক রিয়ালে ২১টাকা ৩০ পয়সা কামামু

মামু কাতার যামু।


# ভাইগনা এখন কাতার :

দেশের মায়া বড় মায়া

শরীরের সাথে যেমন ছায়া

ঘরবাড়ী আর স্বজন ছেড়ে

থাকমুনা আর বিদেশ পড়ে।

দেশে গিয়া বিনা পয়সায় আলো বাতাস খামু।।

মামু দেশে যামু

বিদেশ আর ভাল লাগেনা

পাগল হইয়া যামু।


স্বপ্ন আমার গেছে ছুটে দেখেছিলাম যা

ফ্রি ভিসায় আসছি তাই কাজ জোটেনা

শ্রমিক যারা দাসের জীবন অল্প বেতনে

তপ্ত রোদে হচ্ছে ক্ষয় ম্লান বদনে।

দেশে গিয়া বুক ভরে শান্তির নিঃশ্বাস নিমু।।

মামু দেশে যামু

বিদেশ আর ভাল লাগেনা

পাগল হইয়া যামু।

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268907
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৩
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৬
213351
বাকপ্রবাস লিখেছেন : মামু দেশে যামু Crying Crying Crying
268909
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৬
213352
বাকপ্রবাস লিখেছেন : মামু দেশে কবে যামুCrying Crying Crying
268913
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি যামু......
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৭
213354
বাকপ্রবাস লিখেছেন : মামু সুখে থাকলে ভুতে কিলাই বুঝিTongue Tongue
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১০
213399
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুখে আছি কে কইল???
থাকেন তো দুরে। ১ বছর একসাথে টানা থেকে দেখেন। কাতার না শুধু চান্দে যাইতে ইচ্ছা করব!!!
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৩
213412
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
268920
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৪
মামুন লিখেছেন : বরাবরের মত ভালো লাগল,
ধন্যবাদ। Thumbs Up Thumbs Up Thumbs Up
শুভেচ্ছা রইলো Rose Rose Rose Good Luck
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৮
213355
বাকপ্রবাস লিখেছেন : মামুন ভাই ধন্যবাদ জানায়Good Luck Good Luck
268926
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো। কবিতায় প্রায় প্রবাসী সুখ দুঃখের সবই উঠে এসেছে এবং ফুটে উঠেছে। জাজাকাল্লা
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪২
213358
বাকপ্রবাস লিখেছেন : কাম নাই কাম চাই
269600
২৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
276540
২১ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৮
সায়িদ মাহমুদ লিখেছেন : যারে দেয় তারে আল্লাহ সব দেয়, যেমন আমাদের বাক প্রবাস বদ্দা’রে দিয়েছেন। কেমনে পারেন বিশাল কাহিনী পাচঁলাইনের ছড়ায় বুঝিয়ে দিতে? এই বছরের বই মেলাতে আপনার ছড়ার বই চাই চাই।
281923
০৭ নভেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
আহত বাংলা লিখেছেন : হায়রে কাতার আর কত দূর Bee

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File