মামু ভাইগনার কাতার দর্শন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩০:১১ দুপুর
# ভাইগনা যাবে কাতার :
মামু কাতার যামু
এক রিয়ালে ২১টাকা ৩০ পয়সা কামামু
মামু কাতার যামু।
দেশে আর ভাল্লাগেনা অভাব আর অভাব
সব জায়গায় রাজনীতি বাংগালীর স্বভাব
ঘুষ ছাড়া হয়না কাজ দূর্নীতি আর দূর্নীতি
কথায় কথায় ক্রসফায়ারের আছে ভয় ভীতি।
কাতার গিয়া প্রয়োজনে তাবুক মাথায় নিমু।।
মামু কাতার যামু
এক রিয়ালে ২১টাকা ৩০ পয়সা কামামু
মামু কাতার যামু।
পড়া লিখা আর হবেনা কবে ছেড়ে দিয়েছি
তোমার দেয়া এনড্রয়েডে ফেসবুকে আছি
বান্ধবী আছে অনেক চলছে মন দেয়া নেয়া
মন বলছে তবু হাতছানি দিয়ে ডাকছে আলেয়া।
কথা দিলাম কাতার গিয়া ভাল হইয়া যামু।।
মামু কাতার যামু
এক রিয়ালে ২১টাকা ৩০ পয়সা কামামু
মামু কাতার যামু।
ছয় লাখ টাকা ভিসা জানি, দাম একটু বেশী
ব্যবস্থা যদি না কর কিছু কিনতে গেলাম রশি
প্রয়োজনে গলায় ফাঁস উ'পার চইলা যামু
প্রয়োজনে উপোস থাকুম একবেলা খামু।।
মামু কাতার যামু
এক রিয়ালে ২১টাকা ৩০ পয়সা কামামু
মামু কাতার যামু।
# ভাইগনা এখন কাতার :
দেশের মায়া বড় মায়া
শরীরের সাথে যেমন ছায়া
ঘরবাড়ী আর স্বজন ছেড়ে
থাকমুনা আর বিদেশ পড়ে।
দেশে গিয়া বিনা পয়সায় আলো বাতাস খামু।।
মামু দেশে যামু
বিদেশ আর ভাল লাগেনা
পাগল হইয়া যামু।
স্বপ্ন আমার গেছে ছুটে দেখেছিলাম যা
ফ্রি ভিসায় আসছি তাই কাজ জোটেনা
শ্রমিক যারা দাসের জীবন অল্প বেতনে
তপ্ত রোদে হচ্ছে ক্ষয় ম্লান বদনে।
দেশে গিয়া বুক ভরে শান্তির নিঃশ্বাস নিমু।।
মামু দেশে যামু
বিদেশ আর ভাল লাগেনা
পাগল হইয়া যামু।
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থাকেন তো দুরে। ১ বছর একসাথে টানা থেকে দেখেন। কাতার না শুধু চান্দে যাইতে ইচ্ছা করব!!!
ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো
মন্তব্য করতে লগইন করুন