# খোকার সকাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৫৮:৫২ বিকাল
সাত সকালে বৃষ্টি তুমুল ভাবছে খোকা শুয়ে
ছাতা আছে একটি মোটে বাবা যাবেন নিয়ে।
আজ তবে নেই ইস্কুল কি’যে মজা হবে
থামতে থামতে বৃষ্টি যখন দুপুর হয়ে যাবে।
উঠরে খোকা দেখতো চেয়ে কেমন সুন্দর রোদ
মায়ের ডাকে ভাংল ঘুম স্বপ্ন ছুটে বুদ!
ঢুলু ঢুলু ঘুমের চোখে বর্ষা এল যেন
কোথায় গেল সুখের বৃষ্টি রোদ উঠল কেন?
বিষয়: বিবিধ
৯৪৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বৃষ্টির ঘুমে রোদ উঠে যায়
ধন্যবাদ জানায়
ভালো লাগলো
কালকে আমি স্কুল যাবনাতো
অনেক ভালো লাগলো
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন