# মরার আগে মরিসনা তুই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩৬:০৮ সকাল
হাল ধরিসনা তুই দুর্দিনে আর লাগাইসনা পাল নৌকায়
তোর মতো বেজন্মার কাছে কি আশা করা যায়?
থরথর কাপিসনা তুই লোক হাসাইসনা অসময়ে
দুধের মাছি হবি যদি আসিস আবার সুসময়ে।
মরার আগে মরিসনারে তুই, মরার আগে মরিস না
মরবি যদি একাই মর, জাতিরে তুই মারিস না।
গান ধরিসনা জাতিয়তাবাদের দিসনা শ্লোগান জিয়ার সৈনিক
কি আসে যায় আহাম্মুকে মরে যদি সাতবার দৈনিক
আবুল তাবুল বকিসনা তুই কাথায় কথায় লড়তে রাজি
দুই হাতে তুই পড়লে চুড়ি আনব ডেকে বিয়ের কাজি।
মরার আগে মরিসনারে তুই, মরার আগে মরিস না
মরবি যদি একাই মর, জাতিরে তুই মারিস না।
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মরার আগে মরবনা৷৷
দেশবাসী সব আমার প্রজা,
মরার পরও ভুলব না৷
মন্তব্য করতে লগইন করুন