আমি তাজ্জব!!!!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২২:৫৭ দুপুর
একটা আচমকা খবর হল আমি বুঝতে পারছিনা কি হল, গল্প কবিতা ডট কম এ মাঝের মধ্যে লিখা দিই, তবে সেখানে লিখার মান এত্ত ভাল যে আমি শুধু দেবার জন্য দিই, অনেক অবহেলা করেই দিই, কারন আমি নিয়ম করে লিখিনা, ব্যাকরন মেনে চলিনা, অনেক কমেন্ট এর উত্তর পর্যন্ত দিইনা, অনেকদিন সাইটে যাওয়াও হয়না, তবুও আজ ভাবলাম ছুটিতে যাবার আগে একটু ঘুরে আসি, অবাক হলাম এটা কি দেখলাম, আমি ২য় স্থান দখল করে আছি। হায় হায় এটা কি হল, আমি নিজেই জানিনা এটাও কি সম্ভব!!! আমি নিশ্চিত এটা আজ পর্যন্ত এটাই আমার প্রথম প্রাপ্তি। শুকরিয়া আল্লাহকে, আর ধন্যবাদ ......................
টুডে ব্লগের বেলায়ও আমার অবহেলা কাজ করে তার জন্য অপরাধ বোধে ভুগি, সেটা হল আমি ব্লগ তেমন পড়িনা, শুধু পোষ্ট করি, পড়িনা তার কারন হল আমার সময় কম কিন্তু এটা অজুহাত নয়, অজুহাত হল আমি গভীর কিছু ধারন করতে পারিনা, আমার ব্রেইন বা মগজ কাজ করেনা, একটু গভীর চিন্তা করলেই আমি খেয় হারিয়ে ফেলি আর তখন আমার সব কাজ কর্ম উলোট পালট হয়ে যায়, অপিসে মারাত্মক সব ভুল করি, তাই আমি সিরিয়াস লিখা পড়া বা লিখতে পারিনা, ঠুনকো সব লিখার চেষ্টা করি। সিরিয়াস সবকিছুর প্রতি আমার ভয় কাজ করে, কোন কিছু যদি মনে হয় আমাকে নিয়ত করতে হবে আমি সাথে সাথে ব্যাপারটা ক্লোজড করে দিই, যার কারনে আমি ভয়ে আমার একটা ফেইসবুক আইডি ওপেন করিনা, কারন সেখানে সবাই সিরিয়াস লেখক বা পাঠকরা আছেন।
আমার অন্ধ চলার পথ
সেদিন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম
তোমার একটি মাত্র না বোধক শব্দে
অস্তিত্ব বিপন্ন হয়েছিল আমার
আমি আজও দেখতে পায়না সেই থেকে
আমি আকাশ দেখিনা, আমি দেখিনা নিজেকে
আমি আর খুঁজিনা তোমাকে কিংবা বালিশের নিচে
চেপে থাকা মোবাইলটাতে খুঁজিনা কোন মিস্ড কল
আমার শরীর কেঁপেছিল খুব সেদিন
আর আমি কেঁদেছিলাম কাপুরুষ এর মতো
তোমার ওসব জানার কথা নয়, তুমি জানবেনা কোনদিন
জন্মদিনে তোমার যখন কেক কাটার আয়োজন চলছিল
আমি বৃষ্টিতে ভিজেছিলাম একা একা
আর আমি একা হতে হতে হতে ...
একটা ধুসর জগত বানিয়ে নিয়েছি নিজের মতো করে
সেইদিন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম
আজও আমি অন্ধকারে পথ চলি
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বি:দ্র: ভাগিনা এখন আমাদের বাসায় মাস্টারি করেন!!!!
অভিনন্দন আপনার নিরলস প্রচেষ্টার প্রাপ্তির প্রতি।
তবে আপনাকে ইদানিং কম পাচ্ছি ব্লগে (অবশ্য আপনার লেখায় জানিয়েছেন সময় কম পান)।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
জাযাকাল্লাহ..
দোয়া করি আরো আরো....
মিষ্টি কই????
বরং মিষ্টি একটা ছড়া দেন
চিনির দাম বাড়তি
তারচে বরং ঝাল খান
মরিচ এর দাম পড়তি
টক খাবেন? টক?
শাহবাগে তেতুল আছে
যদিও তা ঠগ
মিষ্টি আলু
মিষ্টি মরিচ
মিষ্টি কুমড়া
মিষ্টি জিরা
মিষ্টি কথায়
ভিজে চিড়া
মিষ্টি পান-
আর কী চান
আমি বললাম- আরে, বাকপ্রবাসতো আমাদের ব্লগার বন্ধু!! দেখো ঠেলা!!
ল ঠ্যালা............
আপনার এ অভাবিত সাফল্যে অভিনন্দন অজস্র.......।
ইনশা আল্লাহ সংগ্রহ করে নেবো। এর আগে আপনি যে একটি লিংক দিয়েছিলেন, সেখানে ঢু মেরে অনেকজনের লেখা পড়েছিলাম। তবে গ্রুপে জয়েন করার রিকোয়েষ্ট পাঠালেও অদ্যবধি এডমিন প্যানেল রিকোয়েষ্ট অ্যাক্সেপ্ট করে নাই।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।@ বাকপ্রবাস ভাই
Click this link
মন্তব্য করতে লগইন করুন