# জীবনাংক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৩০:২৩ দুপুর



আমার ভুলের হিসেব তুমি কেন কষবে

আমি মিলিয়ে নেব অংকটা দুইয়ে তিনে চার

একটু না'হয় ভুল হল দায়টা কেবল আমার

ফুলের সুখ যখন সে দক্ষিণা হাওয়ায় দোলবে।

ছিড়ে দিলাম লাটাই সুতো উড়ে যা ঘুড়ি

খুঁজে নে তোর সুখ বাড়ি, দিলাম আমি আড়ি।।



রোজই কতো অংক করো সবই কি আর মিলে?

আমার তেমন ক্ষতি নেই অংকের মিল না হলে

চাইলে তুমি কষতে পারো দুইয়ে তিনে ছয়

একটু আধটু বেশী হলে কি আর ক্ষতি হয়।

ছেড়ে দিলাম খাচার পাখী যা উড়ে যা

আর কতকাল বন্দী জীবন মুক্তির অপেক্ষা।


ঘুড়িরাও নেমে আসে ফুরোয় যখন দম

পাপড়ি খসে ফুলেরাও হয় অশোভন

হয়তো পাখী ফিরে আসে খাঁচা দেখবে বলে

সময় ভাবে বিফল সবই গেলাম আমি চলে।

ছুড়ে দিলাম স্বপ্ন গুলো খুঁজে নে পথ

স্বপ্ন তবু ঘুরে ফিরে আসে জীবন রথ।


বিষয়: বিবিধ

৮৭৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267156
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : জীবনের হিসেবের গোলমেলে অংক ভালো হয়েছে Rose
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৫
211017
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck থেংকুআপু
267158
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩১
211018
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন
267168
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৬
সালমা লিখেছেন : সুন্দর কবিতা........" ধন্যবাদ
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩২
211019
বাকপ্রবাস লিখেছেন : আপু ধন্যবাদ রইল Good Luck Good Luck
267169
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২০
ফেরারী মন লিখেছেন : হয়তো পাখী ফিরে আসে খাঁচা দেখবে বলে
সময় ভাবে বিফল সবই গেলাম আমি চলে। Sad Sad
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩২
211020
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck খুব করে ধন্যবাদ রইল
267176
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
সিটিজি৪বিডি লিখেছেন : সুন্দর।।।
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩২
211022
বাকপ্রবাস লিখেছেন : ভাইযান এক কেজি ধন্যবাদ বুঝিয়া লইবেন
267249
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হিসাবটা ঠিক বুঝলাম না!!!
সপ্নগুলা ছুড়ে দিলে কি কেউ ধরতে পারবে???
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২১
211216
বাকপ্রবাস লিখেছেন : অংকটা আর মিলেনা তাই হিসাবটাও মিলেনা তাই বুঝাও গেলনা দুইয়ে তিনে একবার চার হয় যখন ব্যার্থ আবার ছয় হয় যখন স্বার্থ তাই স্বপ্ন দেখা বন্ধ করে দিলেও স্বপ্ন ছাড়েনা, আবার এসে ভর করে
267345
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:২৩
বৃত্তের বাইরে লিখেছেন : সুন্দর হয়েছে কবিতা Good Luckভালো লাগলো Rose
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২২
211218
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ রইল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File