# সাদাকালোর সাম্যবাদ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৯:৩৪ দুপুর
কে বলেছে কালো তুমি দেখার ভুল
তোমার গুণে বিজ্ঞাপনে হুলুস্থুল
সবাই কেবল ফর্সা খুঁজে তলে তলে
তুমি কিন্তু দাঁড়িয়ে থেকো আত্ম বলে।
নারী তুমি ভুল বোঝনা তুমিই সেরা
আমরা আছি বানিয়ে দেব নজর কাড়া
স্নো পাউডার কোনটা মাখো কোন ব্র্যান্ড এর!
শাড়ীর উপির ব্লাউজ হবে লজ্বা কিসের?
আমরা আছি তোমার পাশে সবসময়
আমরা চাই ফর্সা কালো ব্যাপার নয়
এবার তুমি দেখিয়ে দাও দেখুক সবাই
কালো বলে গুটিয়ে থাকার সময় কোথায়!
আসলেইতো ফর্সা কালো ব্যাপার নয়
পুঁজিবাদে চমক হলেই ব্যাবসা হয়
এই যে দেখ এখন আমি সাম্যবাদ
সাদাকালোর ভেলকিটাই আসল ফাঁদ।
নারী তুমি ভুল বোঝনা অধম বলে
যে কথাটা বলতে চাইছি কাব্য ছলে
বুঝতে যদি পার তুমি তবেই ধন্য
ভোগবাদের চোখে সবই, কেবল পণ্য।
বিষয়: বিবিধ
৯২৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওরা হল লম্পট আর বন্য,
ভোগবাদে মত্ত থাকতে চায়-
নারী কে বানিয়ে পন্য।
মন্তব্য করতে লগইন করুন