একটি কৃমি নাশক যাতনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:২৯:৩২ রাত



আমার পাছায় কৃমি করে তেড়া বেড়া

সেই কৃমির জালায় আমি বড় দিশা হারা

আমি কৃমি চাইনাতো কৃমি মোরে ছাড়েনা

সেই জালায় রাতে আমার ঘুম যে আসেনা



ও কৃমি কৃমিরে ছাইড়া যা আমায়

নইলে পাছা কাইটা ভাসাইয়া দিমু ভেলায়।


আমার বুবু কইছে ও মোর সিলডি বিচ্ছু

এতো লোক থাকতে কৃমি কেন তোর পিছু

জবাব কিছুই তার দিতে পারিনাই শুধু

পাছায় চুলকাইয়া কইলাম বুঝিনাতো বুবু।

ও কৃমি কৃমিরে ছাইড়া যা আমায়

নইলে পাছা কাইটা ভাসাইয়া দিমু ভেলায়।


আমায় বলে দাওনা কেউ কি করি এখন

সকাল সন্ধ্যায় কৃমি উথালায়, যখন তখন

সমাজ কল্যাণ মন্ত্রী আমি অনেক কাজ বাকি

পাছায় চুলকায় যখন কি করে থাকি।

ও কৃমি কৃমিরে ছাইড়া যা আমায়

নইলে পাছা কাইটা ভাসাইয়া দিমু ভেলায়।

বিষয়: বিবিধ

১৩৮৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264176
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৫৩
কাহাফ লিখেছেন : এমন সব নেতাদের পাছায় কৃমি আরো হওয়া দরকার কেননা চুলকানীর সময় টুকু তো অন্ততঃ জনগন একটু শান্তিতে থাকবে......।
১২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৭
207750
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মতকার মন্তব্য করেছেন । ধন্যবাদ
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৪
208070
বাকপ্রবাস লিখেছেন :
264209
১২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৩
হতভাগা লিখেছেন : এটাই আপনার পরিবেশন করা কবিতাগুলোর মধ্যে সেরা।

ভাষা ও শব্দের চমতকার মাধুর্যতা নিয়ে গঠিত এই কবিতা স্টিকি করলে টুমরো ব্লগই নিজেকে নিয়ে যেতে পারবে এলেক্সা রেটিংয়ের শীর্ষের কাছাকাছি ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৪
208071
বাকপ্রবাস লিখেছেন :



264227
১২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাল লিখেছেন
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
208072
বাকপ্রবাস লিখেছেন :

264241
১২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
দুষ্টু পোলা লিখেছেন : ভিডিওটা কৈ Tongue Tongue Tongue
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
208073
বাকপ্রবাস লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File