দু'টো লিমেরিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩৯:৫০ দুপুর
সাপের মতো দেখতে লোকে বলে কুইচ্চা
হান্ডি পাতিল মাঝতে নারিকেলের চুইচ্চা
ঝাটার বাড়ি খায়
বারেক ফিরে চায়
লাজ শরম নাই হমুন্দির পুত লুইচ্চা।
পেট খারাপ হলে বাসি খাবার খাইচ্ছা
মনে ব্যাথা পেলে সেই কথা কইচ্চা
দেখতে কালা
লাগে ভালা
আলাভোলা মন উতালা গা গান নাইচ্যা।
বিষয়: বিবিধ
৯২৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কুইচ্চা নাকি এখন বিদেশে রফতানি হয়। আর নারিকেল এর চুইচ্চাও!!!
আর লুইচ্চা হওয়াতো এখন মন্ত্রি হওয়ার অন্যতম যোগ্যতা।
মন্তব্য করতে লগইন করুন