# অদৃষ্ট (অণুগল্প)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ আগস্ট, ২০১৪, ১১:৩৪:০০ সকাল

সাত সকালে লালির কুক্কুরুক কুক ডাকে জেগে উঠে সবাই।

আজ মিথিলাকে দেখতে আসবে বর পক্ষ তাই সকাল থেকেই পুরো বাড়ি সাজ সাজ রব, দরজা জানালায় নতুন পর্দা, বিছানায় আলমারিতে তুলে রাখা এমব্রয়ডারী করা ব্যাডশীড, সোফায় বসতে দেয়া হচ্ছেনা ছোটদের, কুচকে যাবে বলে।

মিথিলাদের মোরগটার পালক কালোর সাথে গাঢ় লালচে, তাই তাকে সবাই লালি বলেই ডাকে।

লালির আর তর সইছেনা কবে ছাড়া পাবে সে, গতকাল বেশ ভাব জমিয়েছে সুমাইয়াদের মুরগিটার সাথে, তাই প্রিয়তমার সাথে দেখা করার জন্য মন আনচান করছে খুব আজ।

মিথিলাকে পছন্দ হয়েছে কিনা সেটা আর জানা যায়নি, তবে সেদিন দুপুরে খাবারের টেবিলে হাড্ডি চিবাতে চিবাতে রান্নার খুব প্রশংসা করছিল সবাই।

বিষয়: বিবিধ

১০১১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259103
২৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৭
কাহাফ লিখেছেন : লালির কি মুরগীটার সাথে শেষ পর্যন্ত মোলাকাত হয়েছিল না-কি খাবারের টেবিলে..........?
২৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৭
202852
বাকপ্রবাস লিখেছেন : অদৃষ্টে টেবিল লিখা ছিল তাই আর দেখা হলনা
259106
২৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মুরগি তো খাবারই জন্য!!
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫০
202977
বাকপ্রবাস লিখেছেন : বড় ভাই আর কত খাবেন
259116
২৮ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫০
মামুন লিখেছেন : খুব ভালো লাগলো। এখনো চিন্তা করছি.. এই মাত্র পড়লাম কিনা। তবে আবেশটুকু রয়ে যাবে অনেকক্ষণ। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে। Rose Rose Rose
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:০১
203037
বাকপ্রবাস লিখেছেন : বড় ভাই ধন্যবাদ রইল
259126
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৯
বিদ্যালো১ লিখেছেন : aktu bashi mone hocche. Ageo kothao porechi. Thik na?
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:০২
203038
বাকপ্রবাস লিখেছেন : হুম আগেও দিয়েছিলাম ফেইসবুকে, ব্লগে মনে হয় দেয়া হয়নি তাই দিলাম, ব্লগ আমার নোট বুক, এখানেই জমা থাকে সব, ধন্যবাদ রইল
259154
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০০
মাহফুজ আহমেদ লিখেছেন : ভালো লাগলো।ধন্যবাদ।
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:০২
203039
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন মাহফুজ আহমেদ ভাই
259179
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৭
ফেরারী মন লিখেছেন : গল্পের আগামাথা কিছুই তো বুঝলাম না। At Wits' End
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:০৪
203040
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Rolling on the Floor Rolling on the Floor বাট এটা একটা স্বার্থক অনুগল্প, আমার ঢোল আমি পিটাইনা, কিন্তু এটার মতো গল্প খুব একটা লিখতে পারবনা, আপাতত অণুগল্প বলতে এটাই আমার কাছে শ্রেষ্ঠ
259254
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৮
এনামুল হক এনাম লিখেছেন : সুন্দর লিখেছেন, শুভেচ্ছা থাকলো ।

বন্ধুব্লগে আমন্ত্রণ গ্রহন করার জন্য ধন্যবাদ ।
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:১৭
203076
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ একটা নতুন প্লাটফর্ম এর ঠিকানা দেবার জন্য
259831
৩১ আগস্ট ২০১৪ রাত ০১:০১
বৃত্তের বাইরে লিখেছেন : গল্পটা এর আগেও পড়ে কি মন্তব্য করেছিলাম মনে নেই। ভাল লাগল Good Luck Rose
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
203911
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File