# ইশারা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ আগস্ট, ২০১৪, ০৮:১৭:৩১ রাত
বুবুর ইশারায়
দিশা রাখা দায়
আমি যে বোকা বোকা,
অবলা সাংবাদিক
ছুটে দিক বিদিক
নীতি মালা থোকা থোকা।
সোজা আঙ্গুলে ঘি
না উঠে যদি
করতে হয় বাকা বাকা,
বুবুর কথার মানে
বুঝিলাম এতক্ষণে
লিখতে হবে নেকা নেকা।
প্রশংসার ফুলঝরি
যদি ফুটাতে পারি
পুরস্কার কাড়ি কাড়ি,
অন্যথা হলে তবে
ছেড়ে যেতে হবে
দেশ ছাড়ি ছাড়ি।
‘বুদ্ধিমানের জন্যে ইশারাই যথেষ্ট’
সাংবাদিকদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে ডালে বসে আছেন, সেই ডালটি কেটে ফেলার চেষ্টা করবেন না। তাহলে ধপাস করে পরে যাবেন। আশাকরি বুদ্ধিমানেরা এতোটুকুতেই বুঝতে পারবেন।’
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বন্ধুব্লগে আপনাকে আমন্ত্রণ জানাই । আসুন এখানে।
http://www.http://bondhublog.com/
বেশি ইশারা দিলে জিবন সারা হইয়া যাবে।
মন্তব্য করতে লগইন করুন