# সেই পাখীটা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ আগস্ট, ২০১৪, ০৪:৫৩:০৫ বিকাল
একটা পাখী আসল দেশে
কেবল তার ধরে
বউ ঝি উতালা হয়ে
হুমড়ি খেয়ে পড়ে।
দিনে পাখী রাতে পাখী
থাকছেনা আর হুস
পাখী জামা না হলে
সংসার ভেংগে ঠুস!
পাখীর জন্য মরতে পারি
যাচ্ছে তাজা প্রাণ
আত্মহনন হচ্ছে কতো
পাখীর এমন টান।
পাখী শাল দারুণ মাল
ইচ্ছে হলে বলুন
পুলিশ মামা বলবে এসে
ধোলাই খাল চলুন।
সেই পাখিটা যাবে কবে
ভেবে মরি শেষটা
কবে আবার মুক্ত হবে
আমার সোনার দেশটা।
বিষয়: বিবিধ
৭২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন