# ভুম ভুম ঘুম ঘুম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ আগস্ট, ২০১৪, ১২:৩৬:৫১ দুপুর



এই ঘুম সেই ঘুম নয়তো

এই ঘুম কুম কুম হয়তো

কুম কুম দেয় চুম আহ কি শান্তি

আয় ঘুম আয় ঘুম দে ঘুম মন্ত্রী।

এই দেশ সেই দেশ নেইতো

যে দেশে জেগে থেকে চলতো

এই দেশ সেই দেশ ঘুম দিয়ে চলছে

জেগে উঠে থেকে থেকে ঘুমে আবার টলছে।

ঘুম ঘুম দে ঘুম আয় আয় কুম কুম

মন্ত্রীর দুই গালে হয়ে যাক চুম চুম

এই শোন ঐ শোন হয়ে যাবে ভুম ভুম

শোর গোল বন্ধ মন্ত্রী ঘুম ঘুম।

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258370
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৫
কাহাফ লিখেছেন : নচিকেতা কে এই বলদটার কেছে পাঠানো দরকার,নচিকেতার নাকি ঘুম আসে না........
258374
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৪
দ্য স্লেভ লিখেছেন : এরা প্রমান করেছে কিয়ামত নিকটবর্তী। এক সময় কৌতুক করে এলাকার বলদদেরকে নেতা বলা হত বা উপহাস করা হত। এখন সেটা ঘটছে এবং সামনে আরও হয়ত ঘটবে
258382
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
258384
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৩
মামুন লিখেছেন : সত্য একটি জিনিস সামনে তুলে ধরেছেন। আর সুন্দর কাব্যে বাস্তবতাকে ছান্দসিক ভাবে উপস্থাপনে মুন্সীয়ানার পরিচয়ও দিয়েছেন। অনেক ধণ্যবাদ এবং শুভেচ্ছা রইলো। এমন নেতার অধীনে সুন্দর একটি দেশে বাস করছু ভেবে কিছুটা আত্মগ্লানিয়ে ভুগছি :(
258399
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩২
আজিম বিন মামুন লিখেছেন : অসাধারন ধন্যবাদ দিলাম,অসাধারন লেখার জন্য।গাধার উন্নত সংস্করন দেখালেন ভাই।এটাকে নিয়ে আমিও খুব দুঃশ্চিন্তায় পড়েছি।ঘুমুতে ঘুমুতে সময় পেরিয়ে গেলেই জনগনের উপকার হয়।জাগলেই যে বিরক্তিকর কিছু শুনতে হবে।জানেন তো গাধার ডাক সবচাইতে শ্রুতিকটু।
258401
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০০
আবু নাইম লিখেছেন : হা হা হা একে বারে ফাটাফাটি হয়েছে............
258409
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৪
হাসান কবীর লিখেছেন : ইতা কিতা লিকছইন? আপনের কি রিমাণ্ডে যাইবার মন চায় নাকি?
258411
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৬
হতভাগা লিখেছেন : উনি ঘুমের মধ্যেও জনগনের কি খেদমত করবেন তা চিন্তা করেন । নতুন নতুন স্বপ্ন দেখে তার বাস্তবায়নে পদক্ষেপ নেন ।

উন্নয়নের স্বপ্ন দেখার লাইসেন্স তাদের কাছে ।
258417
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : উনাকে নিয়ে এত সমালোচনা কেনো বুঝি না। স্ট্যান্ডিং ফ্যানের পাশে দীর্ঘক্ষণ বসে যে কোনো মানুষের জন্যই কষ্টকর। যেকারো ঘুম আসবেই আমি হলফ করে বলতে পারি। আর মন্ত্রীমহোদয় সারারাত পানি আর সরাব পান করে বড্ড ক্লান্ত থাকেন। তো সে ঘুমালে কার কি ক্ষতি সেটা আমার বোধগম্য নয়।
১০
258745
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File