# কি গইল্লাম আই কি গইল্লাম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ আগস্ট, ২০১৪, ১১:৩২:৫৮ সকাল



তোয়ারে হইয়ে হনে বিয়া গরিবেল্লায়

বিয়া গরি দুই মাসের মাথাত দুবাই যাইবেল্লায়

আর হোয়ালত লিখা আছিল মরার দুবাই ওয়ালা

দুইন্নার বেগ্গুন বউ লই ঘুরের আঁই একালা।

কি গইল্লাম আই কি গইল্লাম

দেশে এতো জামাই থাইকতে

তোয়ারে বিয়া গইল্লাম।


মনের জ্বালায় আর নফারির জলদি আইয় দেশে

নইলে কিন্তু মরা মুখ দেখিবা হইলাম শেষে

ঘরের পাশে কাঠাল গাছে গেলে আই ঝুলি

বিয়া তুঁই আর উগ্গা গর মুখে রুমাল তুলি।

কি গইল্লাম আই কি গইল্লাম

দেশে এতো জামাই থাইকতে

তোয়ারে বিয়া গইল্লাম।


না ফুটিতে গাছে ফুল ফুলের ভেতর কলি

তুষের আগুন জ্বালাই গেলা নিরবে যায় জ্বলি

তুঁই পাষাণি কি বুঝিবা আর মনের আগুণ

তোয়ার হতা মনত ফইল্লে গোস্বা বারে দ্বিগুণ

কি গইল্লাম আই কি গইল্লাম

দেশে এতো জামাই থাইকতে

তোয়ারে বিয়া গইল্লাম।

বিষয়: বিবিধ

১৩৫৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258040
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৩
কাহাফ লিখেছেন : পুরা বুজি ন আই........।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৮
201715
বাকপ্রবাস লিখেছেন : ছন্দ আছে একটা ওটা বুঝলে মজা পাবেন, এক-চার, দুই-তিন, প্রথম লাইন আর চার নাম্বার লাইন অন্তমিল আর দুই নাম্বার লাইন এর সাথে তিন নাম্বার লাইন অন্তমিল
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৯
201716
বাকপ্রবাস লিখেছেন : সরি ভুল জবাব দেবার জন্য, আমার পরের কবিতায় ব্যাখ্যা ভুলে এটাতে দিলাম, এটা চাটগাইয়া ভাষা তাই ভাসা ভাসা বুঝবেন হয়তো
258042
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৯
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আন্নেরে আই ধন্যধন্য ন জানাই আর হারিয়েন্না । আন্নেরে ঊকগা ধন্যবাদ .।।।
২৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:০০
201717
বাকপ্রবাস লিখেছেন : আন্নেরে ডাবল ধন্যবাদGood Luck Good Luck
258046
২৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৩
আজিম বিন মামুন লিখেছেন : চমৎকার হয়েছে।যদিও আঞ্চলিক ভাষাটা বোঝার কথা ছিলনা,কিন্তু পুরোটাই কিভাবে যেন বুঝেই মজা পেলাম।মজার ভেতরেই কারো গোপন বেদনা ফুটে উঠেছে,যা একদম উপেক্ষা করার মত না।ধন্যবাদ ছন্দপূর্ণ বক্তব্যের জন্য।
২৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৯
201725
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন আজিম বিন মামুন ভাই
২৫ আগস্ট ২০১৪ রাত ১০:২২
201884
আজিম বিন মামুন লিখেছেন : কি শোনাইলেন ভাই!চাটগার ভাষা?হা হা খুব আনন্দ লাগছে বুঝতে পেরে।আমি তো মহাপন্ডিত হয়ে যাচ্ছি,ধন্যবাদ আমাকে।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩২
202018
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
258051
২৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৮
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন আজিম বিন মামুন ভাই
258052
২৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫০
আবু নাইম লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো। আন্নের আঞ্চলিক ভাষা আই ন বুঝি কিন্তু কি করে যেন সব বুঝে গইল্লাম। ধন্নাবাদ.
২৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৫
201731
বাকপ্রবাস লিখেছেন : হি হি হি বুঝন ফরিব, নইলে মজা ন ফাইবেন:D/ :D/
258056
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৮
আমি মুসাফির লিখেছেন : আঞ্চলিক ভাষায় না লিখে চলিক ভাষায় লিখলে ভাল হতো বলে মনি করি।
অনেক ধন্যবাদ
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৬
201746
বাকপ্রবাস লিখেছেন : আমার লিখাগুলো ফান করে লিখা হয়, সিরিয়াস লিখার মতো যোগ্যতা আমার নাই, কিছু পাঠক মজা পায় তার জন্য পাগলামিটা লাগামছাড়া, এই আর কি
258075
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৭
আবু জান্নাত লিখেছেন : আসলেই প্রবাসীদের স্ত্রীদের শারীরিক ও মানসিক অনেক কষ্ট, যাহা বুঝানো যায় না। এই লিখা থেকে কিছু অনুমান করা যায়।
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৯
201751
বাকপ্রবাস লিখেছেন : হুম কোন সমাধান নই, বিদেশ যেতে হয়, বিয়ে করতে হয়, বাস্তবতা মানতে হয়
258096
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৫
বেদনা মধুর লিখেছেন : বাকপ্রবাস কি চট্টগ্রামর মানুষ না?
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫২
201796
বাকপ্রবাস লিখেছেন : জি আঙগো বাড়ী চিটাগঙ
২৬ আগস্ট ২০১৪ রাত ০১:০০
201929
বেদনা মধুর লিখেছেন : চিটাইংগা অইলি আঙ্গো বাড়ি কেনে হইবেন? হন পরিবুদে আঁ রো বাড়ি চিটাং।
258098
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :



অ বুক লে বুক কি গইল্যাম কি গইল্যাম
সুন্দরী বৌ বিয়া গরাই পোয়া আরাইলাম
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫২
201797
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০
258556
২৬ আগস্ট ২০১৪ রাত ১০:৪৮
বৃত্তের বাইরে লিখেছেন :

কি করলেন ভাইয়া কি করলেন!
ভাবিরে ফালাইয়া দেশে পরবাসী হইলেন!!
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৩
202381
বাকপ্রবাস লিখেছেন : আপনাকে কে বলেছি বিয়ে করতে ডায়ালগটা আপনার ভাবীর, ১০০% সত্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File