দুবাই ওয়ালার স্বপ্ন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ আগস্ট, ২০১৪, ০৫:৫১:১৭ বিকাল



সারাটা দিন ইট বালি শেষে

স্বপ্ন দেখে যাবে কবে দেশে

ঘুমের আগে টিভিটা সে ছাড়ে

খবর শুনে উঠে নড়ে চড়ে!

দুবাই ওয়ালার বউ থাকেনা ঘরে

পালিয়ে যায় লজিং মাষ্টর ধরে

রিয়াল দিনার আসবেনা আর কাজে

সময়টা উদ্ভট ভিষণ রকম বাজে।


হায়রে কপাল একেই বলে সুখ

বুঝলনা কেউ দুবাই ওয়ালার দুখ

জীবন যৌবন সবই গেল শেষে

খালি হাতেই ফিরে আবার দেশে।

পরকীয়ার টানে গৃহবধূ উধাও রহস্যঘেরা!

উল্লেখ্য, শাবলি আকতারের সঙ্গে রাঙ্গুনিয়ার পূর্ব খিলমোগল গ্রামের নেজাম উদ্দিনের বিয়ে হয়। সাত বছরের দাম্পত্য জীবনে এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে তাদের। দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকার সুযোগে গৃহশিক্ষক মো. আবু বক্করের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে সন্তানদের ফেলেই গত ১৩ আগস্ট পালিয়ে যান এই গৃহবধূ।

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257794
২৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দুবাই প্রবাসীর বউ নয় চরিত্রহীন মেয়ে পালিয়েছে
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
201467
আবু সাইফ লিখেছেন : মেয়েটি চরিত্রহীন ছিলনা-
স্বামীর অনুপস্থিতিই তাকে চরিত্রহীন হতে সাহায্য করেছে

অন্যান্য উপাদান/কারণ আনুষংগিক মাত্র

জীবনের বাস্তবতা নীতিকথায় উপেক্ষা করলে সামাজিক বিপর্যয় অবশ্যম্ভাবী!

এজন্যই স্বামীর দূরে থাকার সময়সীমার ব্যাপারে ইসলামে কঠোরতা আরোপ করা হয়েছে!

আশা করি সবাই সতর্ক হবেন!

আল্লাহতায়ালা হেফাজত করুন
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
201478
বাকপ্রবাস লিখেছেন : প্রবাসী ভাই ডরের উপর আছে Rolling on the Floor Rolling on the Floor আবু সাইফ ভাই উপায় নাই, সরকার ধরে ধরে বিদেশ পাঠায়, রেমিটেন্স না হলে দেশ থাইকাও বউ রাখা যাবেনা, জন্মটা তাই উন্নতে বিশ্বে হওয়া ছাড়া উপায় নাই, আমগো মতো দেশ হইলে জোয়ার ভাটার খেলা চলবেই, বাধ দেবার পয়সা নাই
257799
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০১
আবু জারীর লিখেছেন : সাধু সাবধান।
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১১
201477
বাকপ্রবাস লিখেছেন : এই মাত্র ফোনে খবর নিলাম সবাই সহি সালামতে আছেRolling on the Floor Rolling on the Floor
257805
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২২
ফেরারী মন লিখেছেন : দুবাই ওয়ালার বউ থাকেনা ঘরে
পালিয়ে যায় লজিং মাষ্টরের হাত ধর


মোরাল >>>> বিয়ে করে বিদেশ যাবেন না। Broken Heart
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
201479
বাকপ্রবাস লিখেছেন : দেশে থাকলে বউ কইব চাল কিনার মুরোদ নাই বিয়ে করতে কইছে কেঠা, আমি গেলাম, যেই লাউ সেউ কধূ
257820
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
সিটিজি৪বিডি লিখেছেন : Hum....bujlam
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
201480
বাকপ্রবাস লিখেছেন : লজিং মাষ্টর ছাত্র সেনা করে খবর পাইলাম আওয়ামি বাতাস এখানেও আছে দেখি
257842
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:০৭
শেখের পোলা লিখেছেন : কি দোষ রে ভাই দোবাই ওয়ালার,
আর সবে কি তুলসী ধোওয়া?
কুয়েত, কাতার, সৌদী, ইরাক
বউ কারোকি যায়নি খোয়া?
২৫ আগস্ট ২০১৪ রাত ০৩:৪৫
201594
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor হাসতে নাকি জানেনা কেউ
কে বলেছে ভাই
এই দেখনা হাসির বদল
কান্না করে যাইCrying Crying
257860
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হেহে!!!
লজিং মাষ্টারি তবে লাভ জনক আছে!!!
২৫ আগস্ট ২০১৪ রাত ০৩:৪৬
201595
বাকপ্রবাস লিখেছেন : ব্যাপার হইল গিয়া পাখি মার্কা সিরিয়াল দেখে সমাজ উত্তপ্ত কিছু করার নাই, আগে পাখি সামলাতে হবে, পরে লজিঙ মাষ্টর
257862
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার বদ্দা তিন গুচ্ছ কবিতা "নোঙর" এ লিখলেন আপনার এক লাইন ও নাই কেন???
২৫ আগস্ট ২০১৪ রাত ০৩:৪৮
201596
বাকপ্রবাস লিখেছেন : আমার বানান ভুল আর আউল ঝাউল লিখা পইড়া বদ্দা আমারে ঝাটা দিয়া পিটাইবRolling on the Floor Rolling on the Floor হেই ডরে আমার অবস্থান বহিনোঙ্গর এRolling on the Floor Rolling on the Floor
257871
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আফসোস কি বাত হ্যাঁ! হালার বৌডা এইডা কি কইরলো! লজিং মাস্টারের সাথে পালিয়ে এভাবে গ্যাঞ্জাম লাগানোর কুনো দরতার আছল নি!
২৫ আগস্ট ২০১৪ রাত ০৩:৫০
201597
বাকপ্রবাস লিখেছেন : আমাগো পুরো সমাজ ব্যাবস্থায় গ্যাঞ্জাম লাইগা গেছে ভাইযান, পাখি সিরিয়াল পুরো সমাজ উত্তপ্ত কইরা দিছে
257949
২৫ আগস্ট ২০১৪ রাত ০১:৩৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রবাসীরা বেশী চিন্তা করবেন না স্ত্রীর সাথে ফোনে বেশী করে সময় দিন। স্ত্রীর মনকে আপনার উপর সন্তুষ্ট রাখার দুর্বলতা খূঁজে বের করুন।


একাকীত্ব থেকে পরকীয়ার সৃষ্টি!

অনেক স্বামী আছে স্ত্রীকে মূল্যায়ন করেনা! যে কথায় বলুক স্ত্রী খারপ ব্যবহার ছাড়া করেনা......! স্ত্রী একটু ভাল ব্যবহার পেলে তার স্বামীর জন্য....... কত কিছুইনা করে।

কিছু দিতে না পারলেও অন্তত ভালো ব্যবহার দিন।
২৫ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৫
201598
বাকপ্রবাস লিখেছেন : খবর শুইনা বউরে ফোন দিলাম, কইলাম লজিঙ মাষ্টর এর সাথে দুবাই ওয়ালি ভাইগ্যা যাইতাছে তাই ডর খবর নিতাছি, বউ কইল, সিনামা চলতাছে জামাই বিদেশ যাইতাছে আর বউ কান্না করতাছে, উপদেশ দিতাছে বিদেশী মেয়েদের দিকে যেন চোখ না দেয়, বাংলা সিনেমাতো তাই ডায়ালগ এর চাইতে ভাল হয়না, যাউকগা হেই, উমামার আম্মু কইল, আমি আমার চাইতে আমনারে বেশী ভরসা বা বিশ্বাস করি, বাকিটা আল্লাহ ভরসা, ফানি হইলেও ঘটনা সত্য, ফানি কথাটা কইলাম এই জন্য যে, ভয়ের কোন কারন নাই, পাখি সিরিয়াল বউ ঝিরা দেখলেও তাগো বুঝাই দিতে হইব যে, দেখার পর ভুইলা যাইবা, এগুলান সব ফালতু কথা, না হলে কিন্তু লজিঙ মাষ্টরের উতপাত বাইড়া যাইবে
১০
257959
২৫ আগস্ট ২০১৪ রাত ০৩:০১
সুজা মানুস লিখেছেন : দেশে এখন এটা কালচার।সামীর সামনে অন্য ছেলের সাথে রাত কাটায় এরকমও আছে।প্রবাসী ছাড়াও এ কালচার আছে।
২৫ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৬
201599
বাকপ্রবাস লিখেছেন : আল্লাহ আমাদের পাখি কালচার থেকে হেফাজন করুণ আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File