যাবনা বাড়ী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ আগস্ট, ২০১৪, ০২:০৪:০১ দুপুর
বাড়ী যাবনা আমি লোড শেডিং এর রাতে
আরো দুটো রাত ছন্ন ছাড়া মন খারাপের অজুহাতে
সে কেন বলেছিল বাস ষ্ট্যান্ড এ এসো
যদি দেখা না হয় তবুও ভালবেসো।
বাড়ী যাবনা আমি সে কেন আসলনা
আমি কেন অপেক্ষায় সে কেন ভাবলনা
কিসের এতো দেয়াল বেকার আমি নই
ছোট হোক বড় হোক নিজের ঘাড়ে রই।
বাড়ী যাবনা আমি কার কি আসে যায়
আমার জন্য নেই তো কেউ ফেরার অপেক্ষায়
শেষ গাড়ীটা চলে গেছে সেতো অনেক দুর
ইচ্ছে আমার পাড়ি দেব সাত সমুদ্দুর।
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুধমাখা ভাত কাকে খায়
ঘটনা কী
নইলে কিন্তু দিমু ধাওয়া
ঘটনা কিছুইনা
ইদানিঙ লিখিনা
ড্রাফ্ট বক্সে পড়ে ছিল
পরিষ্কারের তাড়া ছিল
তাই দিলাম ছেড়ে
লোডশেডিঙ টারে
ইতি-উতি খুঁজলাম.
এতক্ষণে বুঝলাম..
ইচ্ছা আর আশা এ দুই নিয়াই তো যতো স্বপ্ন!
লুকিয়ে ঢুকে লুকিয়ে বের হয়ে যাবেন।
উই দিকে আবার হুমকি দিবেন
উমামার আম্মুরে কইয়া দিমু বইলা
একটা কথা শোনো,
বাস্ট্যাণ্ডে পৌঁছে যাাবো
সঠিক তাহা যেন৷
লঞ্চ জাহাজ ডুবছে ভীষণ
হাওয়াই জাহাজ পড়ে,
বাস ট্রাকে ঠোঁকাঠুঁকি
নৌকা ডোবে ঝড়ে৷
আসবে তুমি কিসে চড়ে,
ভয় লাগে মোর মনে,
তার চেয়ে ভাল কথা হবে,
মোদের মুঠো ফোনে৷
কোথায় গেল মোবাইলটা
হায় হায় হায়
সিনথিয়ার সাথে ম্যারথন কথা
চার্জ দেখ নাই
মন্তব্য করতে লগইন করুন