# জাতীয় সম্প্রচার নীতিমালায়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ আগস্ট, ২০১৪, ০৪:৩২:২৯ বিকাল



লিখে যান অনায়াসে মনে যা আসে

বলে যান হাসি মুখে যত সমালোচনা

কে বলেছে কন্ঠ রোধ নদীতে লাশ ভাসে

মিথ্যে কথা সব ওসবে কান দেবেন না।

ডন্ট ওরি জাতীয় সম্প্রচার নীতিমালায়

পাখিরা সুখেই থাকে সোনার খাঁচায়।


এই যে আমরা দিন রাত খেটে

কার জন্য করছি সব এতো আয়োজন

সংবিধান ঝেড়ে ঝুড়ে কেটে আর ছেটে

এইতো সেদিন মেন্ডেট দিল জনগণ

ডন্ট ওরি জাতীয় সম্প্রচার নীতিমালায়

পাখিরা সুখেই থাকে সোনার খাঁচায়।


টক শো টক ভীষণ কি সব বলে

পেপার পত্রিকার আজে-বাজে কলাম

ফেইসবুক টুইটার গুটিয়ে জালে

দেখে নিও বাক-স্বাধীনতার হবেনা নিলাম।



ডন্ট ওরি জাতীয় সম্প্রচার নীতিমালায়

পাখিরা সুখেই থাকে সোনার খাঁচায়।

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256796
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২২ আগস্ট ২০১৪ রাত ১২:১৭
200574
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ বস
256798
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পাখির খাচায় বন্দী হবে সবার বাক স্বাধীনতা
২২ আগস্ট ২০১৪ রাত ০৩:৩৩
200627
বাকপ্রবাস লিখেছেন : সেটাইতো চাইছে খাচার মালিক
থাকবে সবাই তাহার অধীনতা
256807
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
বুড়া মিয়া লিখেছেন : এতো কম সময়ে কেমনে যে এতো কবিতা লেখেন, চিন্তা কইরা পাই না!

এইটা একদম সময়ের সাথে যুইতসই হইছে।
২২ আগস্ট ২০১৪ রাত ০৩:৩৪
200628
বাকপ্রবাস লিখেছেন : দোয়া করবেন, ধন্যবাদ জানবেন, মজার ছলে লিখি, ব্যাকরন ঠিক নেই, বানান ভুল তবুও আপনাদের উৎসাহের কমতি নেই, অনেক বড় পাওয়া
256831
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
শিশির ভেজা ভোর লিখেছেন : প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পাখির খাচায় বন্দী হবে সবার বাক স্বাধীনতা
২২ আগস্ট ২০১৪ রাত ০৩:৩৫
200629
বাকপ্রবাস লিখেছেন : খাচার মালিক স্বপ্ন দেখে
বন্দি হবে পাখী
যতই তিনি স্বপ্ন দেখুন
এত সহজ নাকি?
256942
২২ আগস্ট ২০১৪ রাত ০১:৩০
মামুন লিখেছেন : ভালো লাগল। শুভেচ্ছা এবং ধন্যবাদ Happy
২২ আগস্ট ২০১৪ রাত ০৩:৩৫
200630
বাকপ্রবাস লিখেছেন : বড় ভাই অনেক অনেক ধন্যবাদ রইল
257013
২২ আগস্ট ২০১৪ সকাল ১০:১৪
মামুন লিখেছেন : আপনার জন্যও অনেক শুভেচ্ছা Happy
২২ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫১
200736
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
257065
২২ আগস্ট ২০১৪ দুপুর ০২:১০
মামুন লিখেছেন : Rose Rose Good Luck
257247
২৩ আগস্ট ২০১৪ রাত ০১:০২
বৃত্তের বাইরে লিখেছেন : কি করবে! সাহস করে বলার তো কেউ নেই তাই মগের মুল্লুক মনে করে যা খুশি করে।

ভালো লাগলো Good Luck Star Good Luck
২৩ আগস্ট ২০১৪ রাত ০৪:১১
200968
বাকপ্রবাস লিখেছেন : ভয় ভয় ভয়
যদি নীতিমালা ভংগ হয়

(ধন্যবাদ জানবেন)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File