# বৃষ্টি আর আমাদের শহর

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৪, ১২:৪৩:৩৮ দুপুর



অবিরাম বৃষ্টি টুপটুপ ঝমঝাম

চলছেনা রিকশা কিংবা টমটম

হাটুজল ছাড়িয়ে কোমরের নিশানা

নিচতলা ডুবে আছে দুই তলা ঠিকানা।

যাব কি যাবনা স্কুল কলেজে

অপিসে যেতে হবে পেটের গরজে

হাতে নিয়ে এক্সট্রা জামা আর ছাতাটা

শরীরটা ভেসে যাক; ঠিক থাক মাথাটা।

সব দোষ নন্দ ঘোষ নগর পিতার

ভোট কেন দিয়েছিলাম ভাবছি তিনবার

রাখছিনা খবরটা নালা আর নর্দমা

বেদখলে হয়ে গেছে বিল্ডিং কারখানা।

নগর মেয়র মঞ্জুর নাম তার

চুপচাপ বসে আছে কাজকাম নাই আর

আসুন তাই উপায় নাই নিজের বুদ্ধিতে

নৌকাটা ভাসিয়ে দিন যাওযা আসার রাস্তাতে।

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255838
১৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫২
কাহাফ লিখেছেন : ডিজিটাল বাংলা বলে ..........।
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
199548
বাকপ্রবাস লিখেছেন : হুম, ডিজিটাল জলবদ্ধতা
255849
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
199549
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন
255875
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩২
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : মিনি পোষ্ট। একটু বর্ধিত করলে ক্ষতির কী ছিল?
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
199550
বাকপ্রবাস লিখেছেন : বর্ধিক করলে পানির উচ্চতা বাড়বে হা হা হা
255938
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৭
হতভাগা লিখেছেন :
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
199551
বাকপ্রবাস লিখেছেন : বদ্দা যখন জিতছিল
খুশি ছিল সবাই
এখন মহা বিরক্ত
পারলে টেনে নামায়
256116
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:২৫
বৃত্তের বাইরে লিখেছেন : এই না কিছুদিন আগে বৃষ্টি গেল! আবার বৃষ্টি Sad
২০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৮
199910
বাকপ্রবাস লিখেছেন : সেই বৃষ্টিটাই আবার ঝারলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File