# ১৫ই আগষ্ট
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ আগস্ট, ২০১৪, ০৭:১৯:৪৩ সন্ধ্যা
১৫ই আগষ্ট কি তোর বাবার!
তোর মতো চলতে হবে?
১৫ই আগষ্ট কি কারবালা!
শোকের মাতম করতে হবে।
১৫ই আগষ্ট নয় কারো নয়
মন যা চাই করব
ইচ্ছে হলে কেক কেটে
একলাই মুখে ভরব।
১৫ই আগষ্ট কি তোর নানার!
কোন আড়তের চাল খাস
হিসেব করে কইবি কথা
নইলে কিন্তু থাপ্পর ঠাস।
১৫ই আগষ্ট মুক্তি আমার
শোধ হবেনা তাদের ঋণ
এমন দিনেই জন্ম নিল
দেশনেত্রী আপষহীন।
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারন এই দিন বৃটিশরা ভারত ছেড়ে গিয়েছিল!!!!
জামাত শিবির কয়,
এখন দেখি তাদের দেখে
মানুষ করে ভয়!
জুব্বা টুপি মুখে দাড়ী
মিথ্যা বুলির ছল,
ক্ষমতার লাগি রাজপথে
করছে হট্রগোল।
দ্বীনের নবীর শান্তির ডাক
তাদের, থাকবে চলা বলায়
রাজপথেতে তাদের মিছিল
দেখে সবায় পালায়।
এই বুঝি দিবে আগুন
গাড়ি কিংবা ট্রায়ার,
পুলিশ তাদের ধাওয়া দিলে
করে তারা ফায়ার।
একাত্তরে এই শালারায়
ভেঙ্গে ছিলো মিনার
বদলেতে পেয়েছিলো
অনেক রিয়াল দিনার।
এইতো সেদিন আবার দেখি
ভাংলো মনের মিনার
পতাকা ছিড়ে উল্লাস করে
দেশটা বলে আমার।
এই দেশ বীর শহীদের
রক্তে দিয়ে কেনা
শহীদের কাছে তায়তো মোদের
হয়ে আছে দেনা।
আমরা যদি রাজাকারের
ফাঁসি দিতে পারি
দেনার বোঝ কমবে কিছু
থাকবেনা আর ভারি।
রাজাকার আর শিবিরের মাঝে
চরম একটা মিল
মসজিদের ভেতর আগুন জ্বেলে
পুলিশকে মারে ঢিল।
জামাত কেবল রাজাকার নয়
ধর্মবেচে চলে
মুখে দাড়ি মুমিন সেজে
মিথ্যা কথা বলে।
রাজকার এখন এই দেশেতে
মস্ত একটা জ্বালা
উপরেতে খোলস তাদের
ভেতর তাদের কালা।
এই দেশ উন্নয়নে
নেইতো তাদের কাজ
ভেতরে মিথ্যা নিয়ে
কেবল মুমিন সাজ।
এখনো আমরা যখন
জেগে সবায় আছি
জেনে রেখো রাজাকারের
দিবো‘ই দিবো ফাঁসি।
#
লিখতে থাকুন আরো
রাজাকারের বিচার হোক
দ্বন্দ নেই কারো
ক্যঙ্গারু কোর্ট মিথ্যা স্বাক্ষী
ভেজাল যদি হয়
বিচার তখন আর থাকেনা
অবিচারটাই রয়
মন্তব্য করতে লগইন করুন