বড় পুল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ আগস্ট, ২০১৪, ০৬:০১:৩৪ সন্ধ্যা
এই খানেই মিরুদের বাসা
এই পথেই যাওয়া আসা
ছিল, এখন আর নেই
হাঁটতে হাঁটতে মনে পড়ে যেই
বড়পুল মনির ভবন তামান্না ষ্টোর
তুমি থেকে তুই গড়িয়ে হয়েছিল তোর
সবই আছে আগের মতো ব্যাস্ত ট্রাংক রোড
এখনো রিকশায় হুক, হলে বৃষ্টি রোদ।
সবার কিছু দু:খ থাকে
খুব যতনে পুষে রাখে
সবাই যখন ঘুমিয়ে থাকে
খুঁচিয়ে বাড়ায় দু:খটাকে
রাতটা আরো গভীর হলে
উঠে আসে মন মহলে
সীদ কেটে ঘরে ঢুকে যায় চোর
বড়পুল মনির ভবন তামান্না ষ্টোর।
(ড্রাফ্ট বক্সে অযত্নে পড়ে থাকা কবিতার মুক্তি)
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খবর দিমু????
সেই শুধু নেই,
সীঁদ কাাট, যাই কর
পাবেনাতো খেই৷
সীদ কাটার অভ্যাসটা কি
ছেড়ে দেব হায়!
অজান্তেই বের হয়ে যায় গীতি
মনকে তো আর যায়না বেধে রাখা
মানসপটে অনেক স্মৃতি আঁকা ।
করে চলি এই আমি
মন্তব্য করতে লগইন করুন