পাখির এবার বাজার গরম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জুলাই, ২০১৪, ১২:৫৪:৩০ দুপুর
আসছে পাখি যাচ্ছে পাখি ওড়ছে পাখি আকাশে
খাচ্ছে পাখি দেখা দেখি ভাসছে পাখি বাতাসে।
পাখি পাখি হাকা হাকি পাখির এবার বসন্ত
গাইছে পাখি থাকি থাকি নাইতো কমা হসন্ত।
কিনছে সখি লাকি বীথি হোকনা যত দামের বাহার
ছাড়ছে আহার মার্কেট ঘুরে পাখি ছাড়া মন বেজার।
পড়ল ধুম ছাড়ল ঘুম যে করেই হোক পাখি চাই
স্টার জলসার সিরিয়ালের নায়িকার নাম পাখি তাই।
এবারে তাই ঈদের ফ্যাসন নামটা পাখি থ্রি-পিস
হুড়ো হুড়ি কাড়া কাড়ি পাখি যেন ওয়ান পিস।
হায়রে পাখি ভাবতে থাকি তোর কদর বুঝলামনা
চেয়ে থাকি মা বোনেরা পাখির খোঁজে দিওয়ানা।
বি.দ্র. স্টার জলসার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র নায়িকা পাখির ড্রেস। এবার ঈদে সব তরুণীর পছন্দের তালিকায় রয়েছে পাখি।
বিষয়: বিবিধ
১৩৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরের মুখে শেখা বুলি
পাখির মত কেন বলিস
পরের ভঙ্গী নকল করে
নটের মত কেন চলিস?
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
না হলে আপনি তার কাছে উত্তম হতে পারবেন না ।
মন্তব্য করতে লগইন করুন