পাখির এবার বাজার গরম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জুলাই, ২০১৪, ১২:৫৪:৩০ দুপুর



আসছে পাখি যাচ্ছে পাখি ওড়ছে পাখি আকাশে

খাচ্ছে পাখি দেখা দেখি ভাসছে পাখি বাতাসে।

পাখি পাখি হাকা হাকি পাখির এবার বসন্ত

গাইছে পাখি থাকি থাকি নাইতো কমা হসন্ত।

কিনছে সখি লাকি বীথি হোকনা যত দামের বাহার

ছাড়ছে আহার মার্কেট ঘুরে পাখি ছাড়া মন বেজার।

পড়ল ধুম ছাড়ল ঘুম যে করেই হোক পাখি চাই

স্টার জলসার সিরিয়ালের নায়িকার নাম পাখি তাই।


এবারে তাই ঈদের ফ্যাসন নামটা পাখি থ্রি-পিস

হুড়ো হুড়ি কাড়া কাড়ি পাখি যেন ওয়ান পিস।

হায়রে পাখি ভাবতে থাকি তোর কদর বুঝলামনা

চেয়ে থাকি মা বোনেরা পাখির খোঁজে দিওয়ানা।

বি.দ্র.  স্টার জলসার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র নায়িকা পাখির ড্রেস। এবার ঈদে সব তরুণীর পছন্দের তালিকায় রয়েছে পাখি। 

বিষয়: বিবিধ

১৩৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244823
১৫ জুলাই ২০১৪ দুপুর ০১:১২
প্রবাসী মজুমদার লিখেছেন : অপসংস্কৃতি নিয়ে লিখা কবিতার কবিকে ধন্যবাদ। এজন্য কবিগুরু লিখেছিলেন

পরের মুখে শেখা বুলি
পাখির মত কেন বলিস
পরের ভঙ্গী নকল করে
নটের মত কেন চলিস?
244832
১৫ জুলাই ২০১৪ দুপুর ০১:৪৯

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : মনা পাখির তো দিন এখন। Sad Sad
244838
১৫ জুলাই ২০১৪ দুপুর ০২:০৫
হতভাগা লিখেছেন : এখন বউকে/প্রেমিকাকে নিয়ে দৌড়ান পাখির পোশাক পড়ানোর জন্য ।

না হলে আপনি তার কাছে উত্তম হতে পারবেন না ।
244843
১৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৩০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
244873
১৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪২
সন্ধাতারা লিখেছেন : Being a Bangladeshi we have lost our culture, sense and patronism. It is really shame for us. Thank you vhaiya to raise this issue very nicely. Jajakalla khairan.
245030
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৩৭
বৃত্তের বাইরে লিখেছেন : এবার ঈদে হিন্দী ছবির নামে কোন ড্রেস আসেনি? ড্রেসের কল্যাণে হিট নায়িকা, ছবির নামটা আমরা প্রবাসীরা জানতে পারতাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File