সোনামনিদের পোশাক ধরন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ জুলাই, ২০১৪, ০৩:৪৬:০১ দুপুর

সামনে ঈদ, সোনামনিদের ঈদের পোশাক হবে নিশ্চয়।



আমার নিজের বেলায়ও ১০০ ভাগ প্রযোজ্য, যেটা হল শিশুদের ড্রেস, মার্কেটে শিশুদের ড্রেস কিনতে যান, ইসলামকে ধারণ করে এমন ড্রেস খুজেঁ পাওয়া মুসকিল, সবাই মনে করে ও তো শিশু তাই প্রবলেম নেই, হুম প্রবলেম নেই মেনে নিতে আমারও প্রবলেম নেই, আমি বলছিনা বড়দের মতো হিজাবি ড্রেস পড়াতে হবে, কিন্তু ড্রেসটা খুব বেশী খোলোমেলা হলে আমার পছন্দ না, সেটা আমার মেয়ের বেলায়ও প্রযোজ্য, ছেলের প্রসংগ আনলামনা কারন তাদের গুলো ঠিক মতো পাওয়া যায়......

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243452
১০ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক বাবা মা ই এই বিষয়ে সচেতন নন একেবারেই। তারা বাচ্চাদের অশালিন পোষাক পড়ালে যে সেটাই তার অভ্যেস এ পরিনিত হতে পারে তা মানতে চাননা।
১০ জুলাই ২০১৪ রাত ১০:৪২
189203
বাকপ্রবাস লিখেছেন : সবটাই যে ইচ্ছাকৃত তা কিন্তু না, অভিভাবক ভাবে এখন পড়ুক আর একটু বড় হলে হিজাব পড়বে, হুম ঠিক আছে তবুও ব্যাপারটা আমার ভাল লাগেনা
243453
১০ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০ জুলাই ২০১৪ রাত ১০:৪৪
189204
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
243457
১০ জুলাই ২০১৪ বিকাল ০৪:১০
বদনা চোর লিখেছেন : এই ব্যাপারে বোধ হয় ব্লাগার পুষ্পিতার একটা লেখা পড়েছিলাম। লেখার মূল ছিল যে শিশুকাল থেকেই যেন শ্লালিন পোশাক পরিধানের শিক্ষা দেওয়া হয়। নয়তো লজ্জার মাথা খেয়ে ঐ ডানা কাটা জামা পড়েই অভ্যস্ত হয়ে পড়বে।
১০ জুলাই ২০১৪ রাত ১০:৪৬
189205
বাকপ্রবাস লিখেছেন : আসলে যারা ইসলাম হিজাব এসব নিয়ে ভাবেনা তারা সন্তানকে ডানা কাটা পরিই বানাতে চায়,আর অনেকে আছে ধর্মীয় মূল্যবোধ এ বিশ্বাস করে, তাদের জাস্ট একটু সচেতন হওয়া প্রয়োজন আছে এই আরকি, ধন্যবাদ আপনাকে
243461
১০ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৫

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : আপনার চিন্তার সাথে আমার চিন্তারও মিল আছে। ছোটবেলা থেকেই মেয়েদের শালীন পোশাক পরানো উচিত।
১০ জুলাই ২০১৪ রাত ১০:৫০
189206
বাকপ্রবাস লিখেছেন : অনেক অভিভাক আছেন যারা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করেন এবং শিশুকালে বিশেষ করে মেয়ে শিশুদের খোলামেলা পোশাক পড়ালেও একটু বড় হলে হিজাব এর আওতায় নিয়ে আসে, সেই সেব অভিভাকদের জন্য এই পোষ্ট, সামাজিক মূল্যবোধ এর দিক থেকে ব্যাপারটা স্বাভাবিক তবে আমার কাছে ব্যাপারটা ভাল লাগেনা তাই সবার সাথে শেয়ার করলাম, আমরা নিজ ঘর থেকেই চর্চাটা শুরু করতে হবে, আমি চেষ্টা করি আমার আশে পাশে এমনটা ঘটলে একটু ইঙগিত দিয়ে বুঝিয়ে দেয়া, যাতে আবার মনো কষ্টের ব্যাপার না হয়, ধন্যবাদ আপনাকে
243464
১০ জুলাই ২০১৪ বিকাল ০৪:২১
আফরা লিখেছেন : এটাই আমাদের সমস্যা সব বাবা মাই প্রথমে মনে করে বাচ্চা এখনো ছোট পড়লে সমস্যা নাই ।আর যখন মনে হয় বাচ্চা বড় হয়েছে ।তখন বাচ্চাই তার ড্রেস পছন্দ করতে শিখেছে ।তখন মায়ের চোখের জল ঝরে । ধন্যবাদ সচেতন মূলক পোষ্টের জন্য ।
১০ জুলাই ২০১৪ রাত ১০:৫১
189207
বাকপ্রবাস লিখেছেন : অনেক অভিভাক আছেন যারা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করেন এবং শিশুকালে বিশেষ করে মেয়ে শিশুদের খোলামেলা পোশাক পড়ালেও একটু বড় হলে হিজাব এর আওতায় নিয়ে আসে, সেই সেব অভিভাকদের জন্য এই পোষ্ট, সামাজিক মূল্যবোধ এর দিক থেকে ব্যাপারটা স্বাভাবিক তবে আমার কাছে ব্যাপারটা ভাল লাগেনা তাই সবার সাথে শেয়ার করলাম, আমরা নিজ ঘর থেকেই চর্চাটা শুরু করতে হবে, আমি চেষ্টা করি আমার আশে পাশে এমনটা ঘটলে একটু ইঙগিত দিয়ে বুঝিয়ে দেয়া, যাতে আবার মনো কষ্টের ব্যাপার না হয়, ধন্যবাদ আপনাকে
243475
১০ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৮
মোস্তাফিজুর রহমান লিখেছেন : শিশুকাল যেভাবে গড়ে উঠবে পরবর্তী জীবনটা সে দিকে যাবে এটাই স্বাভাবিক। অনেক ইসলামপন্থী ভাইদের দেখি তাদের স্ত্রী হিজাবের শতভাগ পূরণ করে আর ছোট মেয়েগুলো হাফপ্যান্ট বা স্কীন টাইট পাজামা পরাচ্ছেন। কথা একটাই ওরা বাচ্ছা.....
১০ জুলাই ২০১৪ রাত ১০:৫১
189208
বাকপ্রবাস লিখেছেন : অনেক অভিভাক আছেন যারা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করেন এবং শিশুকালে বিশেষ করে মেয়ে শিশুদের খোলামেলা পোশাক পড়ালেও একটু বড় হলে হিজাব এর আওতায় নিয়ে আসে, সেই সেব অভিভাকদের জন্য এই পোষ্ট, সামাজিক মূল্যবোধ এর দিক থেকে ব্যাপারটা স্বাভাবিক তবে আমার কাছে ব্যাপারটা ভাল লাগেনা তাই সবার সাথে শেয়ার করলাম, আমরা নিজ ঘর থেকেই চর্চাটা শুরু করতে হবে, আমি চেষ্টা করি আমার আশে পাশে এমনটা ঘটলে একটু ইঙগিত দিয়ে বুঝিয়ে দেয়া, যাতে আবার মনো কষ্টের ব্যাপার না হয়, ধন্যবাদ আপনাকে
243493
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
পুস্পিতা লিখেছেন : মানসিকতার পরিবর্তন এভাবে করা হচ্ছে। আস্তে আস্তে হিজাব, শালীন পোষাকের কথা আর মনে থাকবে না!
১০ জুলাই ২০১৪ রাত ১০:৫২
189209
বাকপ্রবাস লিখেছেন : উপরে কমেন্ট থেকে জানলাম এ ব্যাপারে আপনার খুব সুন্দর পোষ্ট আছে, আসলে সময় এর অভাবে আমি একটু স্বার্থপর, পোষ্ট করে হাওয়া হয়ে যাই, অন্যের পোষ্ট এ কম যাওয়া হয়, যেটা অনুচিত।
অনেক অভিভাক আছেন যারা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করেন এবং শিশুকালে বিশেষ করে মেয়ে শিশুদের খোলামেলা পোশাক পড়ালেও একটু বড় হলে হিজাব এর আওতায় নিয়ে আসে, সেই সেব অভিভাকদের জন্য এই পোষ্ট, সামাজিক মূল্যবোধ এর দিক থেকে ব্যাপারটা স্বাভাবিক তবে আমার কাছে ব্যাপারটা ভাল লাগেনা তাই সবার সাথে শেয়ার করলাম, আমরা নিজ ঘর থেকেই চর্চাটা শুরু করতে হবে, আমি চেষ্টা করি আমার আশে পাশে এমনটা ঘটলে একটু ইঙগিত দিয়ে বুঝিয়ে দেয়া, যাতে আবার মনো কষ্টের ব্যাপার না হয়, ধন্যবাদ আপনাকে
243523
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
জোবাইর চৌধুরী লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবাদ ।
১০ জুলাই ২০১৪ রাত ১০:৫৩
189211
বাকপ্রবাস লিখেছেন : অনেক অভিভাক আছেন যারা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করেন এবং শিশুকালে বিশেষ করে মেয়ে শিশুদের খোলামেলা পোশাক পড়ালেও একটু বড় হলে হিজাব এর আওতায় নিয়ে আসে, সেই সেব অভিভাকদের জন্য এই পোষ্ট, সামাজিক মূল্যবোধ এর দিক থেকে ব্যাপারটা স্বাভাবিক তবে আমার কাছে ব্যাপারটা ভাল লাগেনা তাই সবার সাথে শেয়ার করলাম, আমরা নিজ ঘর থেকেই চর্চাটা শুরু করতে হবে, আমি চেষ্টা করি আমার আশে পাশে এমনটা ঘটলে একটু ইঙগিত দিয়ে বুঝিয়ে দেয়া, যাতে আবার মনো কষ্টের ব্যাপার না হয়, ধন্যবাদ জোবাইর ভাই
243628
১১ জুলাই ২০১৪ রাত ০২:০৯
নিশা৩ লিখেছেন : সুন্দর সময়োপযোগী পোস্ট। সামান্য সচেতনাই পারে বড় বিপদ থেকে রক্ষা করতে। অনেক ধন্যবাদ।
১১ জুলাই ২০১৪ দুপুর ০২:২৮
189355
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ঈদের অগ্রীম শুভেচ্ছা
১০
243926
১২ জুলাই ২০১৪ রাত ১২:৩৪
বৃত্তের বাইরে লিখেছেন : শালীন পোশাক নির্বাচনের ব্যাপারে ছোটবেলা থেকেই শিক্ষা দেয়া উচিত। অনেক বাবা মা এ ব্যাপারে সচেতন নন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
১২ জুলাই ২০১৪ রাত ০৩:৫১
189498
বাকপ্রবাস লিখেছেন : হুম, জাষ্ট খেয়াল করেনা অনেকে, শিশুদের পোষাক আর বলিউড হলিউড নায়িকার ড্রেস সমান হয়ে যায়, আমার কাছে ব্যাপারটা অস্বস্তিকর লাগে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File