দক্ষিণ তাল পট্টি আর সাকিব একই সূত্রে গাঁথা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুলাই, ২০১৪, ১১:২০:৫৩ রাত

মাগো আমার ভেসে উঠা দক্ষিণ তালপট্টি কই? সাকিব আল হাসান আর দক্ষিণ তালপট্টির মাঝে কি কোন মিল খুজেঁ পান? আমি কিন্তু পাই, আমি এখানে দেখতে পাই আমরা একটা জালে আবদ্ধ হয়ে গেছি, জালটা যতই গুটাবে আমরা ততই হতবাক হব! আর কেউ কেউ করবে উল্লাস।

ব্যাখ্যাা করা যাক..

তালপট্টির কোনো অস্তিত্ব ছিল না: দীপু মনি

তালপট্টি নিয়ে মাথা ঘামানোর কিছু নেই: কৃষিমন্ত্রী

এইতো সেদিন রনি একটা বয়ান লিখলেন মতিয়াকে নিয়ে, দেশ আর কৃষি নিয়ে মতিয়ার এক অনবদ্য কির্তিগাঁথা, যা মতিয়াকে বাংলার শ্রেষ্ট দেশপ্রেমিক উপাধি দিলেও কম দেয়া হবে বলা চলে, দীপু মনির কথা বাদ দিলাম, হাসিটা ছাড়া আমাদের পররাষ্ট্রনীতিতে তার অবদান দুই শুণ্য গোল জয়ী, একটা গোল খেল মায়ানমার, অন্যটা ভারত, দুইবার সমুদ্র জয় আসল তার নেতৃত্বে।

মতিয়ার কথায় আসা যাক, দক্ষিণ তালপট্টি বাংলাদেশ দাবি করেছিল এটা আমাদের, আমরা পাইনি, দেশ প্রেম বাদ দিন, একজন সুস্থ নাগরিক হলে বলতো নিরপেক্ষ বিচারে তালপট্টি ভারতের ভাগে পরেছে তাই এটা মেনে নিতে হবে, আমরা চেষ্টা করেছি কিন্তু বিচারক তার বিবেচনায় রায় দিযেছেন, মেনে নিতে হয় এটাই নিয়ম। কিন্তু মতিয়া তার চিরচেনা সেই ভয়ংকর চেহারার মুখভংগি দেখিযে (শিশুরা দেখলে ভয় পাবে বলে আমার ধারনা) হারালাম আমরা, বেগম মতিয়া গর্বচিত্তে গলাটা ফাটালেন, তালপট্টি নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।

এবার আসা যাক সাকিব এর সাথে তালপট্টির যোগসূত্রটা কোথায়?

হুম আছে, কংগ্রেস আর আওয়ামিলীগ যখন একট্টা হয়ে গিয়েছিলেন তখন জালটা পাতা হয়ে গেছে, তালপট্টি হারানোর পরও যেখানে আমরা সমুদ্র জয় এর মিছিল করতে পারি সেখানে কি বুঝার বাকি আছে! ভারতে পূজা আর্চনার পরে যার অবস্থান তা হল ক্রিকেট, অথচ বিশ্বের সেরা অলরাউন্ডার হবে বাংলাদেশ থেকে তা কি আর মেনে নেয়া যায়!!

সুতরাং সাকিব আর বাংলার ক্রিকেট সেই জালের মাছ, জাল যত গুটাবে তত পরিষ্কার হবে, ট্রানজিট, ক্রিকেট, দক্ষিণতালপট্টি সব যাবে তবুও আমরা জয়ী হব, বিজয় মিছিল করব।

বিষয়: বিবিধ

১৩৬৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243248
০৯ জুলাই ২০১৪ রাত ১১:৫৬
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আমার ও মনে হচ্ছে যেই গোষ্ঠিটি বাংলাদেশকে উঠতে দিতে চায়না ওরাই যখন কোন লকলকে আগা দেখে তা ভেঙ্গে দেয়। বাংলাদেশকে একটা নপুংশক রাষ্ট্রের মুকুট পরাতে হলে সব ক্ষেত্রেই যে নপুংশক বানিয়ে ছারতে হবে। ক্রিকেট বাংলাদেশ অহংকারের একটা বিষয়। তা বাদ থাকবে কেন?

জয় বাংলা!
০৯ জুলাই ২০১৪ রাত ১১:৫৯
188927
বাকপ্রবাস লিখেছেন : দালালা সামলা............ধন্যবাদ ভাউযান
243249
০৯ জুলাই ২০১৪ রাত ১১:৫৭
নানা ভাই লিখেছেন : যে ডিজিটাল বাংলাদেশের সংসদে বিরোধী দলের সাংসদও সরকারী দলের মন্ত্রী হয়, সেই বাংলাদেশের মামলায় বাদী আর বিবাদী দুই পক্ষই জয়ী হয়; শেখ হাসিনার বাংলাদেশে আরো কতকিছু দেখবেন, খালি অপেক্ষা করেন আর দেখতে থাকেন!!!
কাউয়া কিন্তু নিজেরে চালাকই মনে করে, কিন্তু কুকিল সেই কাউয়ার বাসায়ই ডিম পাড়ে; আর কাউয়াও কুকিলের বাচ্চা নিজের বাচ্চা মনে করেই পালতে পালতে বড় করে।
শেখ হাসিনাও কুকিল রূপী মতিয়া,ইনুগো পাল্লায় পড়ছে......।খালি দেইখ্যা যান।
১০ জুলাই ২০১৪ রাত ১২:০১
188928
বাকপ্রবাস লিখেছেন : মজার ব্যাপার হইল, জাতীয় পার্টি আর আওয়ামিলীগ যেমন আমরা আমরাইতো ঠিক তেমনি কংগ্রেস আর আওয়ামিলীগও আমরা আমরাইতো, এখন বিজেপি বিষয়টা কোন দিকে নেয় সেইটা দেখার বিষয়
243263
১০ জুলাই ২০১৪ রাত ০১:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিষিষ্ট দালাল ইকবাল সোবহান চেীধুরি এবং আরো একজন এই মাত্র একটা চ্যানেলে বেশ ধমক এর সাথে অধ্যাপত শহিদুজ্জামান এবং তারেক শামসুর রহমান কে বললেন যে তালপট্টি নাকি কোন ইস্যু নয় এবং এই দ্বিপটিই নাকি নাই!!! এদের মত দালাল থাকে যে দেশে সে দেশের আর কি হইতে পারে???????
১০ জুলাই ২০১৪ সকাল ০৬:৪৩
188996
বাকপ্রবাস লিখেছেন : হালার পুতরে ধইরা জার্মানির সামনে ছাইড়া দেওন উচিত, সাত গোল খাইলে ঠিক হইয়া যাইতো
243279
১০ জুলাই ২০১৪ রাত ০১:৪১
প্যারিস থেকে আমি লিখেছেন : রনি সাহেব মনে একটা পথ খুজছেন আবার কিভাবে আওয়ামীলীগের নৌকায় উঠা যায়।
১০ জুলাই ২০১৪ সকাল ০৬:৪৪
188997
বাকপ্রবাস লিখেছেন : হুম, মতিয়া প্রেমে পড়ছে
243350
১০ জুলাই ২০১৪ সকাল ১১:১০
হতভাগা লিখেছেন : পুরো দেশটা ভারতের হাতে তুলে দিলেই পারে ।

ভারতের অস্তিত্বের জন্য পর(ভারত)নির্ভরশীল বাংলাদেশ দরকার ।

আশেপাশের অন্যদেশ ভারতকে পুছেও না ।
১০ জুলাই ২০১৪ সকাল ১১:২২
189033
বাকপ্রবাস লিখেছেন : ভারত আর চিন এর সাথে দর কষাকষি করে আমরা অনেক কিছু আদার করতে পারি, কিন্তু গায়ে পড়েই আমরা ভারতে পেটে ঢুকে পড়ছি কিছু দালাল আর অপরিনামদর্শী ব্যাবসায়া রাজনৈতিন আবালদের জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File