দারিদ্রতা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জুন, ২০১৪, ০৮:০২:১৯ রাত
বিত্তের পেছনে ঘুরি
দারিদ্রতা ছাড়েনা আমাকে
মাত্র তিন জন্মের ব্যাবধান
চক্রবৃদ্ধি হারে বাড়ছে আরও
দিনকে অনেক বুঝিয়েছি রাত্রি মানেনা
সকাল বেলা ঘুম ঘুমি চোখে নিজেকে নিজে প্রশ্ন করি
কে বেশী মূল্যবান!! তুমি নাকি অর্থ!!
(অনেক আগের লিখা, আমার এক্স কলিগ কাম বন্ধু নাহিম ভাই এর খুব পছন্দের একটা কাব্য, তাই তাকে উৎসর্গ করা আমার এই কবিতা)
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুদ খাবনা বলে চাকুরি ছেড়েছি
দিয়েছি প্রবাস পাড়ি,
ভেবেছিলাম এবার অনেক টাকায়
হবে মোর বাড়ী গাড়ী।
মায়ের কথায় ভাইকে এনে
জমানো টাকা গেল জলে,
শেষ হয়েও হলোনা শেষ
ঋনের বোঝা রহিল গলে।
বিয়ের বয়স পার হয়ে যায়
বাড়ীতে করতে হবে দালান ,
না হয় আমি পাবনা নারী
থাকবে না মোর মান।
বেতন পেয়ে কাগজ কেটে ছাই
ব্যালেন্স থাকেনা হাতে,
শুয়ে শুয়ে নিত্য প্রমাদ গুনি
ঘুম আসেনা মোর রাতে।
এভাবেই কাটিল ছয়টি বছর
ছুটিতে গেলাম দেশে,
অবাক সবাই দেখে আমাকে
সহাস্য বিদেশী বেশে।
ছুটি শেষ তবু বউ মিলেনা
সৌদি আবেই মোর বাস,
ছাগলের পাল দেখাশোনা করা
এটাই নাকি মোর কাজ।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন