হে আল্লাহ তুমি কবুল করে নিও
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ মে, ২০১৪, ০২:৫২:৫১ দুপুর
ইচ্ছে ছিল উমামাদের সাথে দেখা হবে, আমি যাব এখান থেকে, ওরা আসবে দেশ থেকে, সব কিছু সেভাবেই এগুচ্ছিল, ভিসার জন্য এপ্লাই করা হল উমামাদের, আমাকে বলা হল হুম, ভিসা হয়েছে, আমারটা যেন প্রসেসিং করা হয়, আমিও দেরী করলামনা, এপ্লাই করলাম, দুইদিন পর খবর পেলাম উমামাদের ভিসা হয়নি, কি যেন সমস্যা হয়েছে, আবার এপ্লাই করা হল, সময় নিয়েছে দুই সপ্তাহ, এদিকে আমার ভিসা হল, সেই দুই সপ্তাহ এর মধ্যে যদি হয় তাহলে দেখা হবার সম্ভবনা উড়িয়ে দেয়া যায়না, কিন্তু বাংলাদেশ বলে কথা, দুই সপ্তাহটা দুই মাসে গড়াতে পারে, আমি আর পিছ পা হলামনা, সাথে আছে ব্লগার মিয়াজি ভাই, ২১ তারিখ রওনা হব ইনশআল্লাহ, হে আল্লাহ তুমি কবুল করে নিও আর সম্ভব হলে উমামাদের সাথে দেখা করিয়ে দিও।
্উমরাহ হজ্জ্ব এর কথা বলছি। দোয়া করবেন সবাই।
(ছবিতে উমামা)
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন