মা পাখিটা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ মে, ২০১৪, ০২:০৬:৫২ দুপুর
মা পাখিটা ওড়ে এসে ঠোটে নিয়ে খাবার
মুখের ভেতর গুজে দিয়ে ফিরে গেল আবার।
নীল আকাশে ওড় ছিল ডানা মেলে চিল
পাখির ছানা তর সইলনা ওড়তে চাইল দিল।
একটি ছানা পড়ল গিয়ে গাছের ঝোপে ঝারে
অন্য দুটো ডেকেই গেল শুধু মায়ের তরে।
মা পাখিটা ফিরে এসে ঠোটে নিয়ে খাবার
একটি ছানা কোথা গেল দেখল নাতো আর।
এ’ডাল থেকে ও’ডালে যায় মা পাখিটা ভাবে
খোদা তুমি রহম কর অবুঝ ছানা টাকে।
দিনের শেষে মিলল যখন প্রাণের প্রিয় ধন
জড়িয়ে বুকে ফিরল ঘরে শান্ত মায়ের মন।
বিষয়: বিবিধ
৯২২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জড়িয়ে বুকে ফিরল ঘরে শান্ত মায়ের মন।
এই মুহূর্তের আনন্দটার একটু বর্ণনা লাগলো।
মন্তব্য করতে লগইন করুন