ক্যানসার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ মে, ২০১৪, ১১:২২:২৭ সকাল
মা আমার মা
বুকে জড়িয়ে রাখব তোকে
যেতে দেবনা।
কে বলেছে হয়েছে তোর ব্যামো
কে বলেছে দিতে হবে ক্যামো।
দু'হাত তুলে চাইব তার কাছে
তার ইচ্ছেইতো মরে মানুষ বাঁচে।
মা আমার মা
বুক জড়িয়ে রাখব তোকে
যেতে দেবনা।
বিষয়: বিবিধ
৮২২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন