ভারত পাঠ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জানুয়ারি, ২০১৩, ১১:৪৬:১০ সকাল
কোথায় গেল মানবতা পায়না খুঁজে তলানী
তোমরা যদি মানুষ হবে ঝুঁলবে কেন ফেলানী!
চার বছরে দুইশত পঞ্চাশ, এক যুগে ১০৩৯ লাশ
একাত্তরের ঋণ শোধাতে বলনা তবে আর কি চাস!
তোর সাথে তো আরো আছে ছয়টা দেশের সীমান্ত
কোনখানে হয়নাতো তোর সীমা রেখার বাড়ন্ত
কিসের এতো দুঃখ মনে বাংগালী তোর চক্ষসূল!
তোর কারণে আমার দেশে জাতি বিভেদ গন্ডোগোল
বিডিআর রুখে দিয়েছে রৌমারী আর পাদুয়ায়
শুধটাতো নিলি ভালই ৪৭ জোয়ান পুড়ে ছাই
শুনছি এখন সেনারাও নাকি ঢুকে গেছে তোর রাডারে
দালালে আজ দেশ ভরেছে বস্তা ভরা টাকার জোরে
খুব সহজেই বাগিয়ে নিলি জুলুম রাজ ভাদার দল
যার মনে শুধু বিভাজন আর রক্তে মেশা কোন্দল
বাজারটাও তোর দখলে আমার বেলায় টালবাহানা
বিনা পয়সায় ট্রানজিট দিলাম এক ফোটা পানি দিলিনা
এমন করে হয়কি বল প্রতিবেশীর হক আদায়
আমরা কিন্তু দ্বন্দ্ব চাইনা মিলে মিশেই থাকতে চাই
তবুও তুই বলিস যদি না
আমরাও তবে রোখে দেব ছাড় হবেনা
বিষয়: বিবিধ
১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন