মজার দেশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মে, ২০১৪, ১২:৪৩:৫৮ দুপুর
এসো ভাই লুটে খাই কিযে মজা দেশটা
সবাই কেমন খাচ্ছে দেখ রাখছেনা আর শেষটা।
খুবই সহজ ফর্মূলাটা বুদ্ধি থাকা চাই
সরাকারি দলে নামটা হলে কোন চিন্তা নাই।
চান্স যদি নাইবা মিলে বিরোধী দলতো আছেই
ধৈর্য একটু ধরলে তবে ক্ষমতা খুব কাছেই।
লুটে খাবেন পুটে খাবেন বলবেনা কেউ কিছু
চোখ রাঙ্গাবেন ধমক দেবেন নেবেনা কেউ পিছু।
পাতি নেতা হবেন আগে নেতার হালটা ধরে
শ্লোগান দেবেন নেতা আছে সবার অন্তরে।
অমুক ভাই এগিয়ে চলুন দেশ লুটার স্বপ্ন
আমরা আছি পিছু পিছু নেব আপনার যত্ন।
একটু যদি দেখে রাখেন তাতেই যাবে চলে
নেতার নামে চাঁদাবাজি থাকে সব দলে।
এসো ভাই লুটে খাই কিযে মজা দেশটা
সবাই কেমন খাচ্ছে দেখ রাখছেনা আর শেষটা।
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাইতো রে ভাই হচ্ছে
দেশটা গোল্লায় যাচ্ছে
লুটে-পুটে সব খাচ্ছে
যে যেথায় যা পাচ্ছে
আমরাও লুটি আসুন না
) এক যে আছে মজার দেশ
সব রকমে ভালো
রাত্রিরেতে ভেজায় রোদ
দিনে চাঁদের আলো। )
এ রকম অদ্ভূত দেশে আজ আমাদের বসবাস।
গুম হয়েও পরিস্থিতি স্বাভাবিক
খুবই আমোদে আছে জনতা পাব্লিক
মন্তব্য করতে লগইন করুন