# তোমাকে ভীষণ রকম মিস করি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মে, ২০১৪, ১২:১৫:৫৩ দুপুর
তোমাকে ভীষণ রকম মিস করি
ইচ্ছে করে ধরে কষে কিস করি।
মাসে একবার আমাদের হয় দেখা
তারপর তুমি নেই আমিও একা।
তোমাকে ভীষণ রকম মিস করি
হাতছাড়া হয়ে গেলে ইশ করি।
মনের ভেতর শুধু আকুপাকু করে
তোমার জন্যেইতো এই পৃথিবী ঘুরে।
পকেটটা ফাঁকা আজ মাসের শেষে
অপেক্ষার দিনটা কখন দশ আসে।
হৃদয় শুন্যতায় হায় মরি মরি
প্রিয়া মোর দশ তারিখের সেলারি।
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইচ্ছে করে ধরে কষে কিস করি।
জটিল হৈছে
তোমারে আমি ভীষণ রকম মিস করি
ইচ্ছে করে তোমার বালিশে কষে একটা কিস করি।
আন্নে কি স্কুলের লিয়া হড়া ছাইড়া দেছেন নাকি চলিতেছে, তাড়াতাড়ি বাবার কইয়া সাদী কইর লও।
কিন্তু আসলে কি মিস করেন???
মন্তব্য করতে লগইন করুন