------ছুতো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ মে, ২০১৪, ০৩:৩৪:০১ দুপুর
মুঠো মুঠো রৌদ্র আসে জানলা দিয়ে শোবার খাটে
পর্দাটাও উঠছে দুলে আসা যাওয়ার বায়ু পথে।
দুটো চড়ুই কিচির মিচির ঠোটে নিয়ে খড়খুটো
শুয়ে তুই ভাবছিলি কি? নাকি সম্পর্ক টানার ছুতো।
মেঘে মেঘে বেলা শেষে সন্ধ্যা হলে বৃষ্টি আসে
আরশিটা ভেড়াও যখন উতালা মন দীর্ঘশ্বাসে।
দু'ফোটা বৃষ্টির জল গড়ালে জানলায় কি আর হতো
কেন যে টানলি আড়শিটা? নাকি সম্পর্ক টানার ছুতো।
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জানালায় দাড়ীয়ে
আসে যদি লেখক ভাইয়ে
দিবে হাতটি বাড়ীয়ে।।
"দু'ফোটা বৃষ্টির জল গড়ালে জানলায় কি আর হতো
কেন যে টানলি আড়শিটা? নাকি সম্পর্ক টানার ছুতো।"
পুলকিত হলাম মনে
মেঘ ভাঙা রোদ
তোমার মঙ্গল হোক
সঙগে নেবে নাকি?
আঁধার কালো
যেতে পারি অনেক দূর
কে ফেরাবে বলো
মন্তব্য করতে লগইন করুন