# রোজকার খবর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ এপ্রিল, ২০১৪, ০৫:৫৬:১৮ বিকাল
শীতলক্ষ্যায় যাচ্ছে ভেসে
তিনটা মৃত দেহ
কোথা হতে আসল ভেসে
জানলনা আর কেহ।
রোজইতো শুনছি এমন
জীবন মৃত্যুর খেলা
কে রাখছে খবর
কার পড়েছে ঠেলা।
কার পুড়ছে কপাল
কে হারাল স্বজন
কেউ নিলনা খবর
কি এমন প্রয়োজন।
নদীর কিসের দায়
জড়াবে কেন জালে
লাশগুলো ঠিক তাই
ভাসল পচে গলে।
[ 30 Apr, 2014 বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত তিন মৃতদেহ ভাসতে দেখা গেছে।
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে পুলিশ একজনের মৃতদেহ উদ্ধার করেছে। বাকি দুই মৃতদেহ উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলামেইল]
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেখানে যাবেন লাশ পাবেন
ঘরে থাকলে নিজেও লাশ হবেন
গন্ধ যদি ছড়ায় তবেই চেতন তাকে বলে৷
চেতন মোদের যতন করে গঙ্গাজলে ধোওয়া,
চেতনেরে ভেবোনাকো ছেলের হাতের মোওয়া৷
মৃত্যুপুরীর বেশ
গুম, হত্যা, নির্যাতনে
পুরা দেশটা শেষ
দিবা-নিশি নাই মানুষের
শান্তির মাত্র রেশ!
শেখ হাসিনার লাশের দেশ ডিজিটাল বাংলাদেশ।
মন্তব্য করতে লগইন করুন