গতকালের যত লিখা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ এপ্রিল, ২০১৪, ০২:৫১:০৩ দুপুর
বইটার চিপাচাপায় এই অধমের একটা ছড়া/কবিতা ঢুকে গেছে, কারো ভাল লাগলে সংগ্রহ করতে পারেন..............
লিমেরিক
দুইটা কাক করছিল কাক আক
পাশাপাশি বসেছিল দুই ইঞ্চি ফাক
গেল শিলা চলে
প্রেম পিরিতি ঠেলে
চৌরাস্তার মোড়ে রিকশা নিল বাক।
# আই লাভ ইউ
তোমায় আমি কেমন ভালবাসি
দেখতে যদি চাও
বুকের মাঝে কুড়াল মেরে
হৃদপিন্ড টা নাও।
শুনতে কি পাও কিছু?
ডাকছে থেকে থেকে
আল্লাহ তুমি সবার চাইতে
প্রিয় আমার কাছে।
কমেন্ট থেকে কাব্য
এইডা কি হইল?!!!
কাটিনি নখ আর
তোমায় খামচে দেব বলে।
মাজিনি দাত আর
তোমায় কামড়ে দেব বলে।
বলিনি লাভ ইউ
তোমায় ছেড়ে যাব বলে।
বুঝিনি কি বুঝে
আমার পিছু ঘুরতে গেলে।
কমেন্ট থেকে কবিতা
# অপেক্ষা
উচাটনে মজিয়া পেলামনা খুজিঁয়া
আমি পথ হারা
পরান ফাড়িয়া ইতড়াইয়া বিতড়াইয়া
নাই তুমি ছাড়া।
যেদিকে তাকাই দেখি একটাই
তুমি তুমি তুমি
তোমাকে একবার পাবার চেষ্টায়
কবিতা লিখি আমি।
বোঝাতে তবু পারিনা আমি
আমার মন বেদনা
একটু যদি বুঝতে তুমি
ছেড়ে আমায় যেতেনা।
গেছো যখন যাও তবে
বাঁধা দেবনা আর
ফিরে তবে আসবে কবে
খোলা রইল দার।
লিমেরিক
সময় তো এখনই গুম গুম খেলা
জনতা বসে আছে মুখে নিয়ে কলা
ক্যামরা ক্লিক ক্লিক
শিরোনাম ঠিক ঠিক
নাটকের শিরোনাম বউ পাগল শালা
প্রশ্ন
আমগো মুরগী বাচ্চা ফুটালো আজ
চিউক চিউক চিক্কুর মারে বাচ্চার নাই কাজ
মুরগী বলে কি হলো ধন চিল্লাও ক্যা এতো
বাচ্চা বলে আম্মুজান আব্বু কেঠা কওতো?
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আকাশ থেকে পড়ল এক মস্ত হারিকেন
আলো দেয়না কালো দেয়
বুঝলামনা কেন?
আম্মু আব্বুর সাথে কথা আছে, আমার খেলনা লাগবে অনেকগুলো, পুতুল লাগবে ইত্যাদি
আমি কইলাম বোকা মেয়ে, নানার কথা বাবাকে কইতে নাই
উমামার মা যাইতে চায় জেদ্দায়
ভিসার খবর নাই
সেই কবে করেছে এপ্লাই
হবে হবে করে হচ্ছেনাতো তাই
আমিও অপেক্ষায়
কবিতা আজ দেলাম তোমায় আড়ি
বাকপ্রবাসে লিখছে যেন ঝাড়ি।
তাইতো আমি কেটে পড়ি।
যাবার জায়গা নাই
আসতেই হবে টুডে ব্লগ
আপনাকেই চায়
ছবি দিলেন কার?
মিলতো পেলামনা
হও মা এর মতো
আমরা আছি দুষ্টু
মামা তোমার যত
কল অন শার্লক হোমস।
আপা আইতাছে ....
মন্তব্য করতে লগইন করুন