# মুখোশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ এপ্রিল, ২০১৪, ১২:৫০:০৫ দুপুর
আমাকে না পেলে
দেবে হাত সকেটে,
জীবনটা দিয়ে দেবে
তের চাকার গাড়িতে।
কত কি বলেছ
শুনেছি কান পেতে,
মনে মনে জুলিযেট
ভেবে গেছি নিজেকে।
দু’দিন না যেতেই
বুঝা গেল স্বরূপটা,
অভিনয় ছিল সব
আর আমার রূপটা।
ইদানিং তুমি ভীষণ
হয়ে গেছ বখাটে,
কথা বল ইংগিতে
চোখ থাকে লকেটে।
বিষয়: বিবিধ
৮৮৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়ে গেছ বখাটে,
কথা বল ইংগিতে
চোখ থাকে লকেটে।
/ /
তাকাইলে দোষ না?????
মন্তব্য করতে লগইন করুন