# মুখোশ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ এপ্রিল, ২০১৪, ১২:৫০:০৫ দুপুর

আমাকে না পেলে

দেবে হাত সকেটে,

জীবনটা দিয়ে দেবে

তের চাকার গাড়িতে।

কত কি বলেছ

শুনেছি কান পেতে,

মনে মনে জুলিযেট

ভেবে গেছি নিজেকে।


দু’দিন না যেতেই

বুঝা গেল স্বরূপটা,

অভিনয় ছিল সব

আর আমার রূপটা।

ইদানিং তুমি ভীষণ

হয়ে গেছ বখাটে,

কথা বল ইংগিতে

চোখ থাকে লকেটে।

বিষয়: বিবিধ

৮৮৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214792
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০০
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৪
163363
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ রইল সুশীল
214808
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪২
মোবারক লিখেছেন : কেমন করে এতো সুন্দর করে লিখেন, আপনার পরের পোস্টের অপেক্ষায় থাকলাম।
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৫
163364
বাকপ্রবাস লিখেছেন : দোয়া করবেন, ভালাবাসা নেবেন
214811
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৪
শিশির ভেজা ভোর লিখেছেন : ইদানিং তুমি ভীষণ
হয়ে গেছ বখাটে,
কথা বল ইংগিতে
চোখ থাকে লকেটে।

MOney Eyes /Happy /Happy
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৫
163365
বাকপ্রবাস লিখেছেন : কথা কিন্তু হাচা
214838
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লকেটে না লকেটর নিচের দিকে????
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৬
163366
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue সেকি, কি পাজিরে বাবা, মুখে দেখি কিছু আটকায়না..............Crying Crying Crying
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:১১
163490
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য কথা বললে দোষ!!!
তাকাইলে দোষ না?????
214953
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
জুমানা লিখেছেন : Cook Cook Give Up
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৬
163367
বাকপ্রবাস লিখেছেন : থিঙকু আপু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File