একটা নিখোঁজ সংবাদ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জুন, ২০১৩, ০৩:১৮:২২ দুপুর
একটা নিখোঁজ সংবাদ, শাহবাগ আর নাইরে
রাজাকারের নাতি কোথায় গেল হায়রে!
লাকীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে!
কান্দে লাকী ধুকি ধুকি উঠে চেতনার গাছে
" আমারে জিগান কেন! ভ্রমরের খবর!
আমি ফুল সুবাস ছড়ায় ভাবিনা আপন পর"
এমরান তুই কইরে খুইজ্জা মরি 'জান'
নিখোঁজ সংবাদ ছাপল আজ পত্রিকা গার্ডিয়ান!
তোরে ছাড়া ছেড়াবেড়া সুনসান শাহবাগ
কতদিন আর পাইনা, ছাগ বিরানীর ভাগ
কোথায় আছ ইমরান তুমি কোথায় কর বাস!
আমজনতা বইস্যা রইছে দেবে আইক্কা বাঁশ
গুতা মারেন মন চাইলে : আত্মগোপনে ইমরান এইচ সরকার Click this link
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন