কে বলেছে বাসতে ভাল তোকে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ এপ্রিল, ২০১৪, ১১:৫১:১০ সকাল

কে বলেছে বাসতে ভাল তোকে

বিরহে কান্না কেন আসে,

কয়টা প্রেম হয় বল সফল

আছে সবাই প্রেমিক ছদ্মবেশে।

বুঝে প্রেম শুনে প্রেম হয়না

প্রেম সে'তো নিজেই পড়ে, সময় হলে সয়না

যায় কি প্রেম এড়িযে চলা, সেতো কভু হয়না

জগত জুড়ে প্রেমের খেলা, প্রেমে কে আর মজেনা।

কে বলেছে বিকিয়ে দিতে মন

বল তুই করবি কি এখন?

তোর তো আর যাবার পথ নেই

মাথা খুটে আসবেনা আর যৌবন।

চাঁদের সাথে সূর্যের প্রেম জোয়ার ভাটার খেলা

বুঝবি যদি প্রেমের মজা হবি উতালা

সৈয়দ (আ) হাবিব সে'তো মন উদাস থাকে ভান করে

ভ্রমর হযে ছুয়ে যায় ফুল পরাগ রেনুর পরে।

কে বলেছে প্রেম শরীরে

প্রেমের বাস আরো গভীরে

মন গভীরে শুনতে কি তুই পাস

প্রবাস থেকে করছি যে তোর, মনো বসবাস।

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208105
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৩
সুশীল লিখেছেন : দারুন্স। চলুক
208109
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৪
সিটিজি৪বিডি লিখেছেন : সৈয়দ (আ) হাবিব সে'তো মন উদাস থাকে ভান করে

ভ্রমর হযে ছুয়ে যায় ফুল পরাগ রেনুর পরে।
Rolling on the Floorকবির কি মন বেশীই খারাপ.......
208113
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৫
চোথাবাজ লিখেছেন : কেন রে ভাই ভালো বাসায় কি সমস্যা?
208139
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩১
প্রবাসী আশরাফ লিখেছেন :
প্রেম প্রেম করছে খেলা
মনের ভেতর
প্রবাস থেকে বাকপ্রকাসে
করছে আদর।



প্রেম প্রেম জমেছে মেলা
হৃদযন্ত্রে গহরে
বাকপ্রকাসে করবেরে প্রেম
মন দোলছে আহারে।
Music Music Music Music


208189
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৯
মোবারক লিখেছেন : ওয়াও নাইচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File