ভোট বিলাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ এপ্রিল, ২০১৪, ০২:৪৬:৪৭ দুপুর
দু’মুঠো ভাত ছিটালে কাক আসে
গেয়ে যায় কা কা চেনা সুর,
স্বপ্নগুলো মেঘ হয়ে যায় ভেসে
কথা ছিল ভোট দিলে অচিনপুর।
যেখানেতে চুইয়ে পড়ে সুখ বিলাস
মোটা চালের ভাত হবে চাঁদ হাসে,
রাত পোহালেই উল্টো গণেষ ফোঁসফাঁস
কাল বৈশাখের ঝড় এসে বুক ভাসে।
তারপর ভেসে যায় গুমের মিছিল
কোনরকম জড়োসড়ো দিন পার,
ভাবছি এবার চমকে দেব মৌচাকে ঢিল
ঘুরে ফিরে কাকের দলে ভিড়ছি আবার।
বিষয়: বিবিধ
৮৬২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোনরকম জড়োসড়ো দিন পার,
ভাবছি এবার চমকে দেব মৌচাকে ঢিল
ঘুরে ফিরে কাকের দলে ভিড়ছি আবার
জব্বর লিখতে পারেন আপনি।
মন্তব্য করতে লগইন করুন