প্রাণ বাঙলা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ এপ্রিল, ২০১৪, ০৮:৩০:২২ রাত
তোমার আমার মিল কোথাও নেই ভীষণ রকম অমিল যে
তোমার নাম নুরুন্নাহার আমার নাম সুনীল দে।
ধর্ম তবু বাঁধ সাধেনি তোমার আমার বন্ধুতায়
বাঁধ সাধেনি সাদা শ্যামে তোমার আমার চর্মটায়।
এই যে তুমি এই যে আমি নাই যে কোন জাত বেজাত
এটাই হল বাঙলার প্রাণ ধর্ম বর্ণে নাই তফাত।
বিষয়: বিবিধ
৮৯৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার নাম নুরুন্নাহার আমার নাম সুনীল দে।
সত্যি চমৎকার লেখেন আপনি । অতুলনীয়
বর্ণবাদী নিপাত যাক,
সব ধর্ম সব বর্ণ,
মিলেমিশে সুখে থাক৷
মন্তব্য করতে লগইন করুন