# ফ্ল্যাশ মব
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ মার্চ, ২০১৪, ০৬:১০:২৭ সন্ধ্যা
চার ছক্কা হৈ হৈ
পঙ্খীর মা গেল কই
খিদায় পরান গেল গই
কেউ শুনেনা কারে কই।
রাখেন আপনার ঘেন ঘেনানি
ফ্ল্যাশ মবে দেখেন ঐ
চার ছক্কা হৈ হৈ
আসেন একটু নাইচ্চা লই
কোন জামানায় পড়লাম অই
চক্ষে রুমাল দিইয়া রই
মায়ে নাচে, ঝি এ নাচে
পোলা জিগায় আমি কই?
চার ছক্কা হৈ হৈ
খিদায় পরান থৈ থৈ
কারে বুঝায় মনের ব্যাথা
পঙ্খীর মা গেল কই?
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চার-ছক্কা নিয়া হইহই করতে করতে পেটের তেরটা বেজে গেল।
মন্তব্য করতে লগইন করুন