কি নামে রাখব যে তোর নাম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ মার্চ, ২০১৪, ১২:১৪:৫৬ দুপুর

সূত্রপাত: ফেইসবুকে ভেসে আসা বাবার আকুতি, সদ্য আগত কন্যার জন্য নাম চাই, পছন্দকৃত নামের জন্য ক্ষুদ্র পুরুষ্কার এর ঘোষণা ও দেয়া হল, আমি নাম খুঁজতে গিয়ে পুরো দেশটাই চষে বেড়ালাম তাই বাংলাদেশ তার নাম


কি নামে ডাকব তোকে

কি নামে রাখব যে তোর নাম

অনেক ভাবিলাম আমি, ভেবে মরিলাম।।

ফুলের নামে রাখব নাকি, ফুল যে শত শত

কোনটা ছেড়ে কোনটা রাখি ভাবছি অবিরত।

নদীর নামে রাখব নাকি, তুইযে নদীর মতো

যত্ই তোকে জড়িয়ে ধরি তৃষ্ণা বাড়ে ততো।


কি নামে ডাকব তোকে

কি নামে রাখব যে তোর নাম

অনেক ভাবিলাম আমি, ভেবে মরিলাম।।

পাখির নামে রাখব নাকি, পাখি শত শত

কোনটা ছেড়ে কোনটা রাখি, ভাবছি অবিরত।

ঋতুর নামে রাখব নাকি, তুই যে ঋতুর মতো

তুই যে আমার গ্রীষ্ম বর্ষা, শরৎ হেমন্ত শীত ও বসন্ত।।


কি নামে ডাকব তোকে

কি নামে রাখব যে তোর নাম

অনেক ভাবিলাম আমি, ভেবে মরিলাম।।

কত রঙ্গে ভাবছি তোকে দেখছি কত রঙ্গে

সপ্ত রঙ্গে মিল হল আজ আমার মনের সঙ্গে।

কত রূপে দেখছি তোকে রূপের নেইতো শেষ

তুই যে আমার উজান ভাটির সোনার বাংলাদেশ।।

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198666
২৭ মার্চ ২০১৪ দুপুর ০১:০২
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৮
149067
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck
198697
২৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৭
দুষ্টু পোলা লিখেছেন : দারুন লাগলো। ভাবী ভালো? আর বাচ্চাটা? Love Struck Love Struck
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
149068
বাকপ্রবাস লিখেছেন : হুম, ভাল আছে সবাই, ধন্যবাদ রইল, আর আপনিও ভাল আছেন আশা করি
198708
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:০২
চুতিয়া লিখেছেন : পাঙ্খা মজা পাইছি। পুর্‌রা ফাডাইয়ালাইছেন! :D/
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
149069
বাকপ্রবাস লিখেছেন : দুই চোখে কিসের আগুন চুতিয়া সাহেব
198737
২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৩
জেদ্দাবাসী লিখেছেন : ভালো লাগলো পিলাচ
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
149070
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck
198857
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১১
শেখের পোলা লিখেছেন : নাম না জানা নাম দিয়ে দিন,
হৃদয় মাঝে বাজাবে সে বীণ৷
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪০
149071
বাকপ্রবাস লিখেছেন : দিলাম তবে বাংলাদেশ
রূপের যার নাইকো শেষ
198895
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নাম দিয়ে কি হয়
নামের মাঝে পাবে নাকো কোন পরিচয়।

তবুও ভাল লাগল। এক পিতার আকুতি।
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪০
149072
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ সবুজ ভাই, এভারগ্রীন ভালবাসা
199171
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৩
নোমান২৯ লিখেছেন : এককথায় বলতে হয়-অ্যামাজিং ।
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪১
149073
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল খুব করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File