দোটানা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ মার্চ, ২০১৪, ০৯:১৭:২৫ সকাল

এক একটা মুখ এক একটা কথা বলে

এক একটা চোখ অন্য রকম দৃষ্টি,

এক একটা মন এক এক রকম ভাবে

এক একটা জনম এক এক রকম সৃষ্টি।

এক একটা পথ এক এক দিকে যায়

এতগুলো পথ কোন দিকে যায়,

কোথায় তার শুরু কোথায় বল শেষ

কি আর হবে এতসব ভেবে পৃথিবীতো একটাই।


হায় ভগবান ইশ্বর আল্লাহ যিশু গৌতম

এত যুদ্ধ কেন মনে মনে আর জনে জনে,

তোমরাই বল কে অধম আর কে উত্তম

প্রশ্নটা থেকেই যায় উত্তর কে জানে?



এক একটা ফুল সৌরভ ছড়ায়

এক একটা ভুল বাড়ায় যন্ত্রণা,

ফুলের কাছে ভুল নেই কোন

মৌমাছির পাখায় পরাগের মন্ত্রনা।


এত ভাবি কেন আমি কিসের এত ভাবনা

ওলোট পালট কি সব ভাবি কেন জানিনা

হয়তো চলে যাব একদিন থাকবেনা দোটানা

যেতে হবে জানি শুধু গন্তব্য নেই জানা।

বিষয়: সাহিত্য

৯৫৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197474
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:০৪
egypt12 লিখেছেন : শেষ গন্তব্য বেহেস্ত বা দোজখ
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৯
148199
বাকপ্রবাস লিখেছেন : বাওরে স্বর্গ বা নরক কইলে কিন্তু চেতনা খেইপ্পা যাইব মনে হয়
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৪১
149339
egypt12 লিখেছেন : হাচা কতা Tongue
197532
২৫ মার্চ ২০১৪ সকাল ১১:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হেবভি দার্শনিক কবিতা!!
জিবনের উপর ভালবাসা কি কমে এসেছে।
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:২১
148200
বাকপ্রবাস লিখেছেন : ট্রান্সফর্ম হইতাছে, ইদানিং অনুগল্প আর কবিতা পড়া হইতাছে দেদারসে তবে এই লিখাটা মৌসুমি খালার গান শুনতে গিয়ে বের হইছে
197550
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:২২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:২১
148201
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল আপনাকেও
197572
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:৫১
সন্ধাতারা লিখেছেন : Amazing! I like your writing. Do not stop writing, carry on. Plz
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৩
148204
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল, এমন কমেন্ট পেলে ভয় বেড়ে যায়, নেক্সট ডেলিভারীতে যদি কেচ আউট বা বোল্ড হই তেমন একটা ভয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File