খোলা চিঠি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ মার্চ, ২০১৪, ০১:২৪:০০ দুপুর
দুটো মাত্র বছর, খুব কি তফাৎ তোমার আমার!
শরীরে দেখছ আমায় যাবে নাকি আরো গভীরে
যেখানে মন আমার সদ্য জন্ম নেয়া কাচা সবুজ ঘাস
তোমার দন্ত আঘাতে করবে নাকি ক্ষত বিক্ষত আমায়
অন্তর্জালায় পুড়ছি আমি নিয়ত দিমুখি সর্প বিষে হচ্ছি নিলাভ
ছোবে নাকি আমায়, একটু ছুয়ে দেখ, এই যে আমি আমার শরীর
এটাইকি সব? মন বলে কিছু নেই? তবে কেন আসো বারবার আমার কাছে
স্বপ্নে ভাসিয়ে কি মজা পাও! শরীর ছুয়ে দেখলেনা কোনদিন, কিন্তু
আমার মনের উপর তোমার মন কিংবা তোমরা মনের উপর আমার
নিয়ত হামাগুড়ি দিয়ে নিত্য আলিঙ্গন রোজ রোজ সকাল বিকেল
সবই কি মিথ্যে? সত্য নেই কোথাও! সবই কি মায়া আর কায়ার খেলা!
জানিনা জানিনা জানিনা, কিছুই আমি জানিনা, আমি নিরুপায়
তুমি গুছিয়ে নিলে তোমার সংসার, সুখি হও তোমার মতে করে
বিদায় হয়তো দেবেনা আমাাকে সেটা আমি জানি, বিদায়টা তাই নিজেই নিলাম
ভাল থেকো ঠাকুরপো, সুখে থেকো, পার যদি আমায় ভুলে থেকো
ইতি
তোমার বৌঠান, কাদম্বরী।
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিও তাই চুপষে যাই
নিজের ছ্যাঁকা খাওয়ার দুঃখ ভুলার চেষ্টা!
মন্তব্য করতে লগইন করুন