ইনবক্স এর ফুলগুলো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ মার্চ, ২০১৪, ০৯:০৩:২৭ সকাল
সেই চাইনিজ মোবাইলটা আজও সার্ভিস দিয়ে যাচ্ছে
যুগের সাথে তাল মেলানো নতুন একটা কেনা হয়না আর
কারনটা অবশ্য অভাবের নয়, স্বভাবের বলা চলে
মোবাইলের ব্যাবহার নেই আমার কাছে খুব একটা
কল আসেনা মাসের পর মাস তোমার কিছু মিস্ড কল ছাড়া
আর কিছু মেসেজ আদান প্রদান, আমার কিছু কাব্য
ইদানিং খুব ঝামেলায় পড়ে গেলাম, ইনবক্সে কুলোচ্ছেনা জায়গা
নতুন মেসেজ আসলে মুছে দিত হচ্ছে পুরোনো একটা
বেছে বেছে কিছু মুছেও দেয়া গেল কিন্তু মন চায়না
কেন যেন ধরে রাখতে ইচ্ছে করে কিছু কথা, কিছু স্মৃতি
“ কি করছেন? নিশ্চয় না ঘুমিয়ে মধ্যরাতে লিখালিখি করছেন ব্লগে,
সত্য কথা সবার সাথে বললেও আমার সাথে মিথ্যাটাই বলবেন জানি,”
কিংবা তোমার যখন খুব কথা বলতে ইচ্ছে করবে তখন ইনবক্সে চলে আসে
“ মোবাইলে ফোন করেননা আজকাল, ভুলে যাবেনতো না করলে,
একবার ফোন করে দেখেন কেমন লাগে,” অনলাইন মেসেঞ্জারে না পেয়ে
চলে আসে এসএমএস“ অন লাইনে নেই কেন? কেন? কেন?”
এসব কি মুছা যায়! না ইনবক্স থেকে, না হৃদয় থেকে...
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধূলোবালি আর ঝুলছে দেখ
ঝুল
ফুল দেব না জলই দেব, ভেবে না পাই কূল৷৷
ছিড়ে গেছে চুল
সেই ফুল নিয়ে আমি
কিযে করলাম ভুল
কবিতা সুন্দর হয়েছে, ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন