Rose Rose লজ্জা Rose Rose

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ মার্চ, ২০১৪, ০৯:৪৩:২৩ সকাল



দেখলে আমায় তুমি

মিটি মিটি হাসো ,

বলে দিলেই পারো

অনেক ভালবাস।

নেই যে কথা মুখে

কাছে যখন আসো,

আমি কিন্ত বুঝি

কেন তুমি কাশো।


অনেক কথা শুনি

বাতাস আমায় বলে,

তুমি যখন পাশ কাটিয়ে

যাও যে আমায় ফেলে।

তোমার চুলের বেণী

বাঁধো যখন তুমি,

জানি আমি জানি

মনে ভাসি আমি।


মধ্য রাতে তোমার

ঘুম কেন যায় ছুটে,

বলে দিলেই পারো

লজ্জাতে মুখ ঢেকে।

বিষয়: বিবিধ

১৩২৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190329
১১ মার্চ ২০১৪ সকাল ১০:০৫
হতভাগা লিখেছেন : এটা গান হিসেবে ভাল হবে

এরকম একটা গান শুভ্র দেবের গাওয়া ছিল ।
১১ মার্চ ২০১৪ রাত ১১:১০
141839
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck ধন্যবাদ হতভাগা ভাই, মন খেয়ালে লেখা, আজকাল কবিতায় গানের সুর দিয়ে গেয়ে যাচ্ছে আমার অনেক প্রিয় শিল্পিরা, অজ্ঞন দত্ত, সুমন, নচিকেতা, সায়েন, সুরজিত, চন্দ্রবিন্দু, ভূমি,লোপমূদ্রামিত্র, মৌসুমি ভৌমিকরা, আমার সবচেয়ে প্রিয় শিল্পি অজ্ঞন দত্ত, ধন্যবাদ রইল
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৩
142008
হতভাগা লিখেছেন : ''আমার অনেক প্রিয় শিল্পিরা, অজ্ঞন দত্ত, সুমন, নচিকেতা, সায়েন, সুরজিত, চন্দ্রবিন্দু, ভূমি,লোপমূদ্রামিত্র, মৌসুমি ভৌমিকরা, আমার সবচেয়ে প্রিয় শিল্পি অজ্ঞন দত্ত, ধন্যবাদ রইল ''

০ অন্জন (লিখেছেন অজ্ঞন)দত্তের নাম এতবার নিলেন যে আরেকটু হলেই অজ্ঞান হয়ে যেতেন ।
190332
১১ মার্চ ২০১৪ সকাল ১০:১৭
নীল জোছনা লিখেছেন : জটিল ভাই জটিল
১১ মার্চ ২০১৪ রাত ১১:১০
141840
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে
190358
১১ মার্চ ২০১৪ সকাল ১১:২৫
বেআক্কেল লিখেছেন : তাসলিমা নাসরিনের 'লইজ্জা' বই খানা পুরোটা পইড়া এত লজ্জা পাই নাই, যা আমনের কবিতা পইড়া পাইলাম।
১১ মার্চ ২০১৪ রাত ১১:১৯
141848
বাকপ্রবাস লিখেছেন : বোরকা সেলাই করতে দিলাম, একটু ওয়েট করেন হয়ে যাবে
190377
১১ মার্চ ২০১৪ সকাল ১১:৪৯
সজল আহমেদ লিখেছেন : আচ্ছা ভাই উনি কাশেন কেন? Winking
১১ মার্চ ২০১৪ রাত ১১:১৯
141849
বাকপ্রবাস লিখেছেন : উহুম বলা যাবেনা
190408
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বেআক্কেল লিখেছেন : তাসলিমা নাসরিনের 'লইজ্জা' বই খানা পুরোটা পইড়া এত লজ্জা পাই নাই, যা আমনের কবিতা পইড়া পাইলাম।
১১ মার্চ ২০১৪ রাত ১১:২০
141851
বাকপ্রবাস লিখেছেন : ওনার জন্য বোরকা শেলাই করতে দিছি, আপনার লাগলে বলবেন
190428
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আইজকাইল এত লজ্জা চলেনা।
এখনের নারীদের ডায়লগ হয় যদি নিতে পার মার্কেটে আর খাওয়াইতে পার কেএফসিতে তাইলে আছি। নাইলে ওর লগে গেলাম।
১১ মার্চ ২০১৪ রাত ১১:২১
141855
বাকপ্রবাস লিখেছেন : ওগুলো ওয়ান টাইম আর পার্ট টাইম প্রেম, এই কবিতার সুপারগ্লো মার্কা
190456
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:৩০
সিটিজি৪বিডি লিখেছেন : ভালবাসার কবিতা শুনতে ভালই লাগে।
১১ মার্চ ২০১৪ রাত ১১:২২
141856
বাকপ্রবাস লিখেছেন : বউকে প্রেম পত্র পাঠাতে পারেন, ভয়ও আছে, সেই পত্র চুলাতে ঢুকিয়ে লেম্ফও জালাতে পারে
190461
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৩
মোবারক লিখেছেন : পিলাচ
১১ মার্চ ২০১৪ রাত ১১:২২
141857
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন
190696
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
১১ মার্চ ২০১৪ রাত ১১:২২
141859
বাকপ্রবাস লিখেছেন : ডাক্তার কইছে ডিম না খাইতে আমনে তবুও খাইতে আছেন
১০
190800
১১ মার্চ ২০১৪ রাত ০৯:১২
শেখের পোলা লিখেছেন : একটা কিছু ক গোলাপী
একটা কিছু ক,
কেউ যদি না জোটেরে তোর,
আমার তবে হ৷
দেশেরটারে রাখব দেশে,
তুই থাকবি আমার পাশে৷
কাক পক্ষী টের পাবেনা,
মোর ওয়াদা ল,
একটা কিছু ক৷
১১ মার্চ ২০১৪ রাত ১১:২৪
141861
বাকপ্রবাস লিখেছেন : তোমার যে হাব ভাব
আমি বলমু কি
দুইদিন পর টিসু পেপার
ছুড়ে মারবে কি!
১১
190888
১১ মার্চ ২০১৪ রাত ১০:৪৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঐমিয়া অন্যের মেয়ের দিকে তাকানোর অভ্যাস কি এখনো আছে নাকি?
১১ মার্চ ২০১৪ রাত ১১:২৪
141862
বাকপ্রবাস লিখেছেন : চোখে চশমা ছিল প্রবলেম নেই
১২
190982
১২ মার্চ ২০১৪ রাত ০৪:২৮
প্যারিস থেকে আমি লিখেছেন : ইদানিং বহুত পিরিতির কবিতা লিখা হচ্ছে।
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৯
142017
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying
১৩
191025
১২ মার্চ ২০১৪ সকাল ১০:০৯
সত্য নির্বাক কেন লিখেছেন : অনেক সংসারে স্বামী স্ত্রীর মাঝে এমন প্রেম আছে। স্বামীর বাহিরে যাওয়ার সময় স্ত্রী পথ পানে চেয়ে রয় আর হাজবেন্ড পিছন ফেরে থাকায় কদাচিৎ ।মনে মনে তখন গায় ভবের মেলায় রঙ্গ করে আর কত দিন চলবি বল ........
১৩ মার্চ ২০১৪ রাত ০১:০৭
142374
বাকপ্রবাস লিখেছেন : হা হা সুন্দর বলেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File