পথশিশুর কোমল হাসি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ মার্চ, ২০১৪, ০৯:০৩:২৫ রাত



তোর গায়ে নেই জামা খালি গাযেই থাকিস

আমায় একটু বলনারে কেন এতো কেন হাসিস

কিসের এতো সুখ তোর এমন খালি গায়ে

একটু করে দেনা আমায় ধরি দুই পায়ে

তোর পেটে নেই ভাত আধপেটে থেকে

কেমন করে পায় হাসি বুঝিনা কোন মতে

কিসের এতো সুখ কোথা থেকে আসে

বলনা আমায় খুলে একটু ঝেড়ে কেশে


তোর তলায় মাটি নেই কেমন কর হাটিস

একটু আমায় বলনারে মেজিক বুঝি জানিস

কিসের উপর ভর করে এমন সুখের হাসি

সবকিছু থাকতে কেন আমার হাসি বাসি

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188533
০৭ মার্চ ২০১৪ রাত ০৯:১৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ চমত্কার হয়েছে তবে কষ্ট লেগেছে
০৭ মার্চ ২০১৪ রাত ১১:১৯
139914
বাকপ্রবাস লিখেছেন : হুম তাদের পাযের নিচে মাটি নেই তবুও দেখুন কি হাস্বোজ্বল
188537
০৭ মার্চ ২০১৪ রাত ০৯:৩১
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
০৭ মার্চ ২০১৪ রাত ১১:২০
139915
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম ধন্যবাদ দামাল সন্তান ভাই
188541
০৭ মার্চ ২০১৪ রাত ০৯:৩৭
বিন হারুন লিখেছেন : অনেক সুন্দর, মনের সুখই প্রকৃত সুখ. নাই-নাই, খাই-খাইয়ের মাঝে সুখ নেই. Happy
০৭ মার্চ ২০১৪ রাত ১১:২০
139916
বাকপ্রবাস লিখেছেন : সুন্দর বলেছেন
188554
০৭ মার্চ ২০১৪ রাত ০৯:৫৩
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান। মাশাল্লাহ বেশ চমৎকার হয়েছে। আর আপনি তো অটো এমপির মত অটো কবি। Big Grin
০৭ মার্চ ২০১৪ রাত ১১:২১
139917
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue অতি কবি হয়ে পেদানি খেতে হয় কিনা ভাবছি
188691
০৮ মার্চ ২০১৪ সকাল ০৭:৩০
শেখের পোলা লিখেছেন : চাওয়া যাদের অল্প তারা,
অল্প পেলেই হাঁসে,
নাইবা হল জামা কাপড়,
থাকুক রাস্তার পাশে৷
188751
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:৩৭
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল।
188752
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:৩৮
সজল আহমেদ লিখেছেন : অনেক,অনেক ভাল্লাগ্লো।
১০ মার্চ ২০১৪ সকাল ১১:২২
140869
বাকপ্রবাস লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ সজল ভাই
189757
১০ মার্চ ২০১৪ সকাল ০৯:১৫
নোমান২৯ লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান। সুন্দর কবিতা ।
১০ মার্চ ২০১৪ সকাল ১১:২২
140871
বাকপ্রবাস লিখেছেন : থেঙ্কু ভাইয়া Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File